Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত ভূখণ্ড পশ্চিম তীর আবারও রঞ্জিত হয়ে উঠল চার ফিলিস্তিনির রক্তে। গতকাল সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের রামাল্লায় অন্তত চারজন নিহত হয়েছেন। এই চারজনকে ইসরায়েলি দখলদার বাহিনী গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আল-কুদসের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত আটজন। স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় পশ্চিম তীরের রামাল্লার কাফর নিয়ামা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক বিষয়ের সাধারণ কর্তৃপক্ষ কাফর নিয়ামা গ্রামে দখলদার বাহিনীর গুলিতে নিহত চারজন নাগরিকের মৃত্যুর কথা জানিয়েছে। তাঁরা হলেন মুহাম্মদ রাসলান আবদো, মুহাম্মদ জাবের আবদো ও রুশদি সামিহ আতায়া। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে চতুর্থ ব্যক্তির নাম ওয়াসিম বাসাম জিদান। 

স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর একদল সেনা কাফর নিয়ামা গ্রামের কাছে একটি গাড়িতে গুলি চালিয়ে ওই চারজনকে হত্যা করে। পরে তারা ওই চারজনের মরদেহ নিয়ে যায়। কেবল তা–ই নয়, ইসরায়েলি দখলদার বাহিনী, গাড়িতে গুলি চালানোর পাশাপাশি গ্রামেও ভাঙচুর চালায়। একপর্যায়ে গ্রামবাসীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় আটজন আহত হন। 

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তারা কাফর নিয়ামা গ্রামের কাছে একটি গাড়িতে দখলদার বাহিনীর গুলি চালানোর ফলে আহত হওয়ার খবর পেয়েছে।

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ