Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হামাস প্রধানের বোন 

অনলাইন ডেস্ক

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হামাস প্রধানের বোন 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বোনকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ সোমবার সকালে ইসরায়েলি পুলিশ ইসমাইল হানিয়ার বোন জেবা আবদেল সালেম হানিয়াকে আটকের কথা জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি পুলিশ জেবা আবদেল সালেম হানিয়াকে ইসরায়েলি শহর তেল শেবা থেকে আটকের দাবি করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, হামাসের সঙ্গে তাঁর সম্পর্ক আছে এবং তিনি তেল শেবায় সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছিলেন। 

তবে ইসরায়েলি পুলিশের বিবৃতিতে ৫৭ বছর বয়সী জেবাকে ইসমাইল হানিয়ার বোন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। বরং বলা হয়েছে, জেবা হামাসের একজন জ্যেষ্ঠ নেতার ঘনিষ্ঠ আত্মীয়। পরে ইসরায়েলি গণমাধ্যমগুলো খোঁজ নিয়ে জেনেছে, পুলিশ যাঁকে আটক করেছে তিনি ইসমাইল হানিয়ার বোন জেবা আবদেল সালেম হানিয়া। 

তেল শেবায় ‘আর্লি ডন’ নামে এক যৌথ অভিযানের মাধ্যমে জেবা হানিয়াকে আটক করা হয়। এই অভিযানে, ইসরায়েলি পুলিশ, দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা শিন-বেত, সীমান্ত পুলিশ, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এবং ইসরায়েলি পুলিশের এরিয়াল ইউনিট অংশগ্রহণ করে। 

হানিয়ার বাড়িতে অভিযানের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুরুতর নিরাপত্তা অপরাধে জেবা হানিয়ার অংশগ্রহণের ইঙ্গিত দেয় এমন নথি, যোগাযোগমাধ্যম, ফোন ও অন্যান্য প্রমাণ পাওয়ার দাবি করেছে।

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে