মার্কিন যুক্তরাষ্ট্রের দূতিয়ালি উপেক্ষা করে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতে হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির এক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। এই অবস্থায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি এই হামলায় দুই শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৪ জন। তবে এই হামলায় হিজবুল্লাহর এই শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্র নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলি দাহিয়েহতে হামলায় চালায়। সেখানে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুক্র অবস্থান করছিলেন বলে জানতে পারে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ফুয়াদ শুক্রকে লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের দাবি, তিনি গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার জন্য দায়ী। এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়। তবে হিজবুল্লাহ সেই হামলার দায় অস্বীকার করেছে।
এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করেছেন। তিনি এই হামলাকে একটি ‘অপরাধমূলক কাজ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট এবং সুস্পষ্ট লঙ্ঘন। এবং বেসামরিক নাগরিকদের হত্যার লক্ষ্যে আক্রমণাত্মক অভিযানের একটি ধারাবাহিকতা।’
তবে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, ‘হিজবুল্লাহ বিপৎসীমা অতিক্রম করেছিল।’ তবে হামলায় ফুয়াদ শুক্র নিহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। বৈরুতের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েল যে ভবনে হামলা চালিয়েছে সেই ভবনে ফুয়াদ ছিলেন না। তবে হিজবুল্লাহ এখনো কোনো বিবৃতি দেয়নি।
অপরদিকে এক ইসরায়েলি কর্মকর্তা বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন, বৈরুতে হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে। তবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।
ফুয়াদ শুক্রকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর জ্যেষ্ঠ উপদেষ্টা বলে মনে করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর সম্পর্কে তথ্য জানানোর জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৯৮৩ সালে বৈরুতে একটি মার্কিন মেরিন ব্যারাকে বোমা হামলায় মাস্টারমাইন্ডের ভূমিকা করেছিলেন। সেই হামলায় ২৪১ জন মার্কিন সেনা নিহত হয়েছিল।
এদিকে, বৈরুতে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি হামলার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বৃহত্তর যুদ্ধ এখনো এড়ানো সম্ভব।