ওমান উপসাগরে ইরানি মাছ ধরার জাহাজ থেকে ৮ কোটি ডলারের হেরোইন জব্দের দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। গতকাল বুধবার এসব হেরোইন জব্দ করা হয়। এর মাত্র দুইদিন আগে আন্তর্জাতিক জলসীমায় ৩ কোটি ডলার মূল্যের মেথামফেটামাইন এবং হেরোইন আটক করা হয়। সেগুলোও একই ইরানি বন্দর থেকে এসেছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের।
ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ডের (এনএভিসেন্ট) একটি বিবৃতি অনুসারে, গতকাল বুধবার ইউএস কোস্ট গার্ড দ্রুতগামী অভিযানে এসব হেরোইন জব্দ করা সম্ভব হয়েছে। অভিযান চালানো আমেরিকান জাহাজটি কম্বাইন্ড টাস্ক ফোর্স (সিটিএফ) ১৫০ এর একটি জাহাজ। যা বিশ্বের বৃহত্তম বহুজাতিক চারটি নৌ অংশীদার টাস্ক ফোর্সের একটি।
এনএভিসেন্ট জানিয়েছে, ইরানের চাহ বাহার থেকে ছেড়ে আসা একটি জাহাজে ১ হাজার ৯৬৪ কিলোগ্রাম হেরোইন পাওয়া গেছে।
জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট নিক জ্যাবস বলেন, ‘চলতি সপ্তাহে আমার দল যা অর্জন করতে পেরেছে তা প্রশংসনীয়। এর জন্য আমি তাঁদের নিয়ে গর্বিত। আমরা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করতে এসেছি। সমুদ্রে যেকোনো অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আমরা সদা প্রস্তুত। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে গত ৮ মে মার্কিন নৌ সেনাদের অভিযানে ৫৮০ কেজি মেথামফেটামিন এবং ৩৫ কেজি হেরোইন জব্দ করা হয়েছে।
২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নৌ ইউনিট মধ্যপ্রাচ্যে মোট ১০০ কোটি ডলারের অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে। এদিকে এ বছর ইতিমধ্য তাঁরা ২৫ কোটি ডলারর মাদক জব্দ করেছে।