Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ার স্বৈরশাসক আসাদের বাবার ভাস্কর্য ভাঙছে জনতা

অনলাইন ডেস্ক    

সিরিয়ার স্বৈরশাসক আসাদের বাবার ভাস্কর্য ভাঙছে জনতা
দামেস্কের পতনের পর বাশার আল আসাদের বাবা প্রয়াত হাফিজ আল আসাদের ভাস্কর্য ভাঙে জনতা। ছবি: এএফপি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রয়াত পিতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের একটি মূর্তি ভেঙে ফেলেছে বিক্ষোভকারী জনতা। ঘটনাটি ঘটেছে রাজধানী দামেস্কের শহরের কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে জারমানা এলাকার একটি বড় মোড়ে। এক প্রত্যক্ষদর্শী ও কয়েকজন বিক্ষোভকারী রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও হাফিজ আল-আসাদের আবক্ষ মূর্তি ভেঙে ফেলার ছবিও ও ভিডিও ভাইরাল হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো, হামা, হোমস জয়ের পর দ্রুতই রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়। বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই বাশার আল-আসাদের পতন হয়েছে বলে দাবি বিদ্রোহীদের। আসাদ সিরিয়া ছেড়েছেন এমন খবর পাওয়া গেলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দামেস্কের পতনের পর বাশার আল আসাদের বাবা প্রয়াত হাফিজ আল আসাদের ভাস্কর্য ভাঙে জনতা। ছবি: এএফপি
দামেস্কের পতনের পর বাশার আল আসাদের বাবা প্রয়াত হাফিজ আল আসাদের ভাস্কর্য ভাঙে জনতা। ছবি: এএফপি

প্রধানত দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত ওই উপশহরের বিক্ষোভকারীরা আসাদের শাসন পতনের দাবিতে সোচ্চার হন এবং সেখান থেকে তারা সরকারি ভবনের দিকে অগ্রসর হয়। এটি রাজধানীর একটি কঠোর নজরদারির এলাকা যেখানে দেশটির বেশ কয়েকটি নিরাপত্তা বাহিনীর কার্যালয় অবস্থিত।

সুওয়াইদা-২৪ নামের এক ওয়েবসাইটের সম্পাদক এবং কর্মী রাইয়ান মারুফ রয়টার্সকে জানান, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর কার্যালয়গুলোর দিকে গিয়ে সেখান থেকে নিরাপত্তা বাহিনীর কর্মীদের সরিয়ে দেয়। এর পরপরই হাফিজ আল-আসাদের আবক্ষ মূর্তি ভেঙে ফেলে জনতা।

দামেস্কের পতনের পর বাশার আল আসাদের বাবা প্রয়াত হাফিজ আল আসাদের ভাস্কর্য ভাঙে জনতা। ছবি: এএফপি
দামেস্কের পতনের পর বাশার আল আসাদের বাবা প্রয়াত হাফিজ আল আসাদের ভাস্কর্য ভাঙে জনতা। ছবি: এএফপি

আসাদের পতনের সম্ভাবনায় জনতা বিভিন্ন এলাকায় তাঁর পোস্টার ছিঁড়ে ফেলে পদদলিত করেছে এমন একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দেশটির শাসক দল বাশার আল-আসাদ এবং তাঁর প্রয়াত পিতা হাফিজ আল-আসাদকে একপ্রকার দেবতার আসনে বসিয়ে পূজা করে আসছিল।

হাফিজ আল-আসাদ সিরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার ছিলেন। ১৯৭১ সালে তিনি সিরিয়ার ক্ষমতা দখল করেন এবং টানা ২০০০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত। এরপর তাঁর ছেলে বাশার আল-আসাদ ক্ষমতা দখল করেন এবং এত দিন টিকে ছিলেন। সব মিলিয়ে পিতা ও পুত্র মিলে প্রায় ৫৪ বছর দেশটি শাসন করেছেন।

দামেস্কের পতনের পর বাশার আল আসাদের বাবা প্রয়াত হাফিজ আল আসাদের ভাস্কর্য ভাঙে জনতা। ছবি: এএফপি

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বাশার আল–আসাদের রাজধানী ছেড়ে যাওয়ার খবর এলেও তিনি কোথায় গিয়েছেন সে বিষয়ে কেউ ধারণা দিতে পারেনি। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানিয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে যে ব্যক্তিগত উড়োজাহাজটি ছেড়ে গেছে, সেটিতে আসাদ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দরের সরকারি সৈন্যদের সরিয়ে দেওয়া হয়েছিল বলে তারা জানিয়েছে।

দামেস্কের পতনের পর বাশার আল আসাদের বাবা প্রয়াত হাফিজ আল আসাদের ভাস্কর্য ভাঙে জনতা। ছবি: এএফপি

২০১১ সালের মার্চে আসাদবিরোধী ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে সিরিয়াতে অস্থিতিশীলতার শুরু। এরপর সেখানে যুক্ত হয়েছে সশস্ত্র একাধিক বিদ্রোহী গোষ্ঠী। পরবর্তী সময় সেসব বিদ্রোহ কঠোর হস্তে দমন করে রাজধানীর নিয়ন্ত্রণ ধরে রাখেন আসাদ।

দামেস্কের পতনের পর বাশার আল আসাদের বড় ভাই বাসেম আল আসাদের ভাস্কর্য ভাঙে জনতা। ছবি: এএফপি

সিরিয়া এখনো একটি বিভক্ত দেশ, বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের গভীর ক্ষত এখনো দগদগে। গত চার বছর ধরে যে অচলাবস্থা এবং স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, তা মাত্র দেড় সপ্তাহ আগে পুরোপুরি ভেঙে পড়েছে। বিদ্রোহীরা হঠাৎ কঠোর আঘাত করেছে, ফলে আসাদ বাহিনী প্রতিঘাত বা প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। আসাদ আরব নেতাদের মধ্যে একঘরে থাকার অবস্থান থেকে বেরিয়ে এসেছিলেন। তবে যুদ্ধ-পরবর্তী সময়ে সিরিয়ার জনগণের জন্য একটি কার্যকর ভবিষ্যৎ গড়ে তোলার কোনো অগ্রগতি হয়নি।

গাজায় রমজান: ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল

গাজায় আরও ৫০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের সায়

তুরস্কে ৪০ বছর লড়াইয়ের পর পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণা

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

ইসরায়েলকে ৩ বিলিয়ন ডলারের বুলডোজার ও গোলাবারুদ দিল যুক্তরাষ্ট্র

গাজা নিয়ে চলচ্চিত্রে হামাস কর্মকর্তার ছেলে, প্রত্যাহার করে দুঃখপ্রকাশ বিবিসির

ইরাকের তেলের জন্য ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতায় পুতিন

গাজায় ‘মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা’ দেখিয়েছে ইসরায়েল: ভলকার তুর্ক

গাজায় এখনো নিখোঁজ ১৪ হাজারের বেশি, ৭ শতাধিক অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার

চার ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ৬২০ ফিলিস্তিনির মুক্তি