হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিনে এক অভিযান চালানোর সময় ইসরায়েলি সৈন্যরা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার সকালের দিকে প্রায় ৩০ সামরিক যানভর্তি ইসরায়েলি সৈন্যরা ওই অভিযানে অংশ নেয়। এ সময় ইসরায়েলি সৈন্যরা জেনিনের আল-মারাহ এলাকায় একটি গাড়িকে ঘিরে ফেলে। এ সময় গাড়িতে থাকা চার ব্যক্তিকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়লে তিনজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকি একজন গুরুতর আহত হন। 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতরা হলেন বারা লাহলৌল (২২), ইউসুফ সালাহ (২৩) ও লাইদ আবু সুরুর (২৪)। 

এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুটি ভিন্ন ভিন্ন স্থানে অস্ত্রের তল্লাশিতে গেলে একটি স্থান থেকে তাদের ওপর হামলা করা হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘ওই স্থান থেকে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।’ ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, তারা দুটি এম-১৬ অ্যাসল্ট রাইফেলসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। 

এই নিয়ে গত মার্চ থেকে ১৯ জন ফিলিস্তিনি মারা গেছেন ইসরায়েলি বাহিনীর আক্রমণে। এর আগে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ মারা যান। শিরিন আবু আকলেহ আল-জাজিরার হয়ে ফিলিস্তিনে কাজ করতেন। 

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন