হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান থেকে ৯ বছর পর ওমরাহ করতে সৌদি আরব গেলেন ৮৫ জন 

অনলাইন ডেস্ক

ওমরাহ পালন করতে ৯ বছর পর প্রথমবার সৌদি আরব গেলেন একদল ইরানি। আজ সোমবার ওমরাহকারীদের প্রথম দলটি সৌদি আরব পৌঁছায়। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই যাত্রা। 

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে সৌদি আরব ইরানি হজযাত্রীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে তারপরও ইরানিরা সৌদি আরবে ওমরাহ পালন করতে পারছিলেন না। তেহরান জানিয়েছিল, টেকনিক্যাল সমস্যার কারণে এত দিন সৌদি আরবের সঙ্গে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছিল না। 
 
আট বছর আগে সৌদি আরবের শিয়া ধর্মগুরু নিমর বাকির আল-নিমরকে শিরশ্ছেদ করার পর তেহরানে সৌদি দূতাবাসে হামলা হয়। এরপর সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবারও চালু হয়। 

সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে ইরানিরা কেবল হজ পালন করতে পারতেন। তবে ওমরাহ পালন করতে পারতেন না। আজ সোমবার সকালে তেহরানের প্রধান বিমানবন্দর খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৫ জন ওমরাহ যাত্রীকে বিদায় জানান ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনজি।

ভাইয়ের স্বপ্নপূরণে ডাক্তার হতে চায় ১০ বছরের আমর

লবণাক্ত পানি বিশুদ্ধকরণে শীর্ষে সৌদি আরব, বছরে পরিশোধন ৪২ লাখ ঘনমিটার

গাজা থেকে মুক্তি পেলেন যে ৩ ইসরায়েলি জিম্মি

ইসরায়েলি কারাগারের অন্ধকার ছেড়ে পরিবারের কাছে রাজনীতিবিদসহ ৯০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা: বিদেশে চিকিৎসা ছাড়া গতি নেই তাদের

১৫ মাস পর গাজাবাসীর ভয়হীন, আনন্দময় বিষাদের রাত

যুদ্ধবিরতি কার্যকর: ধ্বংসস্তূপে পরিণত নিজ গৃহে ফিরছে গাজাবাসী

৯০ ফিলিস্তিনির বিনিময়ে ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

সেকশন