Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

অনলাইন ডেস্ক

সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে বাদশাহ সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। 

এতদিন তিনি উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন। নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে তাঁর ছোট ভাই খালিদ বিন সালমানকে। খালিদ উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। 

রদবদলে ইউসুফ বিন আবদুল্লাহ আল-বুনিয়ানকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

রাজকীয় ফরমানে অন্য জ্যেষ্ঠ মন্ত্রীদের স্বপদে বহাল রাখা হয়েছে। জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল-সউদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফাতিহ, স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ নিজ নিজ পদে বহাল রয়েছেন। 

গতকালের রাজকীয় ফরমানে প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বাদশাহ রাষ্ট্রপ্রধান থাকছেন। মন্ত্রিসভায় উপস্থিত থাকলে তিনিই সভাপতিত্ব করবেন। 

প্রিন্স আবদুল্লাহ বিন বান্দার ন্যাশনাল গার্ডের মন্ত্রী হিসেবে রয়ে গেছেন, ওয়ালিদ আল-সামানি বিচারমন্ত্রী এবং আবদুল লাতিফ বিন আবদুল আজিজ আল-শেখ ইসলামিকবিষয়ক মন্ত্রী হিসেবে রয়েছেন। 

প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান সংস্কৃতিমন্ত্রী হিসেবে থাকবেন এবং প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করবেন। 

তৌফিক বিন ফাওজান আল-রাবিয়া হজ ও ওমরাহ মন্ত্রী হিসেবে থাকবেন এবং বাণিজ্যমন্ত্রী হিসেবে থাকবেন মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি। 

বন্দর বিন ইব্রাহিম আল-খোরায়েফ শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী, আহমেদ আল-খাতিব পর্যটনমন্ত্রী, ফয়সাল বিন ফাদিল আলিব্রাহিম অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী এবং ফাহদ বিন আবদুল রহমান আল-জালাজেল স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রয়েছেন। 

এসপিএ প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাদশাহ সালমান উপস্থিত সৌদি মন্ত্রিসভার যেকোনো অধিবেশনে বাদশাহ সভাপতিত্ব করবেন। 

সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুগামীরা, লড়াইয়ে বহু হতাহতের আশঙ্কা

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার