অনলাইন ডেস্ক
কাতারের নতুন শহর লুসাইলে নির্মাণাধীন একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনটি আজ শনিবার দিবাগত রাত অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও মেক্সিকো ম্যাচের ভেন্যু লুসাইল স্টেডিয়ামের বেশ নিকটে অবস্থিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, লুসাইল শহরের কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লুসাইল শহরের অংশ একটি দ্বীপে স্থানীয় সময় দুপুরের পর আগুনের সূত্রপাত হয়।
লুসাইল স্টেডিয়ামে এরই মধ্যে চলমান ফুটবল বিশ্বকাপের বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় আজও স্টেডিয়ামটিতে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের খেলা রয়েছে। স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১ টা) ম্যাচটি শুরু হবে।
লুসাইল শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, লুসাইল স্টেডিয়াম থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরের একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগে। আগুন লাগার পরপরই সেখান থেকে ব্যাপক কালো ধোঁয়া নির্গত হয়ে আশপাশের এলাকাকে আচ্ছন্ন করে ফেলে। ধোঁয়ার পরিমাণ এতই বেশি ছিল তা কাতারের রাজধানী দোহার থেকেও দৃশ্যমান ছিল।