Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় বাড়ছে নিহতের সংখ্যা, পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলি হামলা-অভিযান 

অনলাইন ডেস্ক

গাজায় বাড়ছে নিহতের সংখ্যা, পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলি হামলা-অভিযান 

ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত যুদ্ধে রূপ নিয়েছে গত ৭ অক্টোবরেই। তারপর থেকে ইসরায়েলের একতরফা আক্রমণে গাজায় নিহত হয়েছে অন্তত সাড়ে ২২ হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছে প্রায় ৬০ হাজার। তবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফের থাবা কেবল গাজায় সীমাবদ্ধ থাকেনি। আইডিএফ অধিকৃত পশ্চিম তীর ও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় অভিযান ও হামলা চালাচ্ছে, যা ইসরায়েল-হামাস সংঘাতকে আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গাজার খান ইউনিস ও দায়ের এল-বালাহে ইসরায়েলি হামলায় ১৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও অভিযানে এখন পর্যন্ত ৩২৫ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬ হাজার।

এদিকে দক্ষিণ লেবাননে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বেশ কয়েক দফায় বিমান হামলা চালায় দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী বেশ কয়েকটি অবস্থানে। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গতকাল শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি শহর কিরয়াত শেমোনোকে লক্ষ্য করে দুই দফায় ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। এই হামলায়ও কেউ হতাহত হয়নি। 

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত সতর্ক করে বলেছেন, ইসরায়েল এই অঞ্চলে বিস্তৃত সংঘাত চায় না। বিশেষ করে লেবাননের সঙ্গে কোনো সংঘাতে যেতে চায় না দেশটি। তিনি আরও বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যে, লেবানন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা ফুরিয়ে যাচ্ছে। 

এদিকে অধিকৃত পশ্চিম তীরে আবারও অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদক পশ্চিম তীর থেকে জানিয়েছেন, শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনী নাবলুস, তুলকারেম, এল-বিরেহ, কালকিলিয়া ও আল-আরৌব শরণার্থীশিবিরে অভিযান চালানো শুরু করেছে। এই অভিযানে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

ইরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প, তেহরান বলছে পাইনি

সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুগামীরা, লড়াইয়ে বহু হতাহতের আশঙ্কা

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র