হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স কমিয়ে ৯ বছর করার প্রস্তাব ইরাকে

ইরাকের পার্লামেন্টে প্রস্তাবিত একটি বিল ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ ওই বিলে মেয়েদের বিয়ের বৈধ বয়স কমিয়ে ৯ বছর করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দেশটিতে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর।

এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত বিলটি নাগরিকদের পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নিতে ধর্মীয় কর্তৃপক্ষ কিংবা দেওয়ানি বিচার বিভাগের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার অনুমতি দেবে। সমালোচকেরা আশঙ্কা করছেন, বিলটি পাস হলে তা উত্তরাধিকার, বিবাহবিচ্ছেদ এবং সন্তানের হেফাজতের বিষয়ে অধিকার হ্রাস করবে।

প্রস্তাবিত বিলে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ৯ বছরের পাশাপাশি ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৫ বছর করা হয়েছে।

মানবাধিকার সংস্থা, নারী গোষ্ঠী এবং সুশীল সমাজের কর্মীরা এই বিলের তীব্র বিরোধিতা করেছে। অল্পবয়সী মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতার জন্য এটি একটি গুরুতর পরিণতি নিয়ে আসবে বলে সতর্ক করেছেন তাঁরা। এর ফলে কম বয়সে গর্ভধারণ ছাড়াও পারিবারিক সহিংসতার উচ্চ ঝুঁকি বাড়বে বলে মনে করেন তাঁরা।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, আইনে সর্বনিম্ন বয়স ১৮ বছর হলেও এর আগেই ইরাকের ২৮ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) গবেষক সারাহ সানবার বলেন, ‘এই আইন পাস হলে একটি দেশ পিছিয়ে যাবে, সামনের দিকে নয়।’

ইরাক উইমেন্স নেটওয়ার্কের আমাল কাবাশিও বিলটির দৃঢ় বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, সংশোধনীটি একটি রক্ষণশীল সমাজে পারিবারিক সমস্যাগুলোর ওপর পুরুষের আধিপত্যের জন্য বিশাল সুযোগ তৈরি করে।

বিলের সমর্থকেরা দাবি করছেন, এটির লক্ষ্য ইসলামি আইনকে মানসম্মত করা এবং অল্পবয়সী মেয়েদেরকে অনৈতিক সম্পর্ক থেকে রক্ষা করা।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন