Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে হামাসপ্রধানের সঙ্গে রেডক্রস প্রেসিডেন্টের বৈঠক

অনলাইন ডেস্ক

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে হামাসপ্রধানের সঙ্গে রেডক্রস প্রেসিডেন্টের বৈঠক

গাজায় ইসরায়েলের হামলায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য হামাসপ্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কাতার পৌঁছেছেন রেডক্রসের প্রেসিডেন্ট। গতকাল সোমবার রেডক্রস এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে বলে সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক পৃথক বৈঠকে হামাসপ্রধান হানিয়া ও কাতার কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার সময় হামাস বাহিনী ২৪০ ব্যক্তিকে জিম্মি করে। তাঁদের কয়েকজনকে মুক্তি দিতে চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে মধ্যস্থতাকারীরা। এ সময় রেডক্রসপ্রধানের সাক্ষাতের ঘোষণা আসে। 

ইসরায়েল কর্তৃপক্ষ বলছে, হামাসের হামলায় প্রায় ১২০০ জনের মৃত্যু হয়েছে এবং এদের মধ্যে বেশির ভাগই ছিল বেসামরিক নাগরিক। এর প্রতিক্রিয়ায় গাজায় বর্বরোচিত বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ হামলায় মৃতের সংখ্যা ১৩ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।   

আইসিআরসি জোর দিয়ে বলছে, স্পোলজারিকের এই সফর ‘আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা বাড়ানোর জন্য সমস্ত পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা’ করার প্রচেষ্টার অংশ। 

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি গাজায় আটক জিম্মিদের পরিবারের পাশাপাশি ইসরায়েল ও ফিলিস্তিনের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও একাধিকবার বৈঠক করেছেন।

জেনেভাভিত্তিক সংস্থাটি জানায়, এটি ‘সংঘাতের সমস্ত ক্ষতিগ্রস্তকে জরুরি সুরক্ষার জন্য এবং গাজা উপত্যকায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতি দূরীকরণের জন্য আবেদন অব্যাহত রেখেছে।’

সংস্থাটি আরও বলে, ‘গাজায় আইসিআরসি কর্মীরা জীবন রক্ষায় সহায়তা দিচ্ছে এবং আইসিআরসি একদল চিকিৎসক আহতদের অস্ত্রোপচার চালিয়ে যাচ্ছে। এটি গাজায় টেকসই, নিরাপদ মানবিক প্রবেশাধিকারের আহ্বান জানাচ্ছে, যেন সংস্থাটি তার কাজ বাড়াতে পারে।’

সংস্থাটি জোর দিয়ে বলেছে, জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে তারা ক্রমাগত আহ্বান জানিয়ে যাচ্ছে। 

বিবৃতিতে বলা হয়, ‘আইসিআরসির দাবি আমাদের দলকে যেন জিম্মিদের সুস্থতা যাচাই এবং ওষুধ সরবরাহের সুযোগ দেওয়া হয়। এ ছাড়া জিম্মিরা যেন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে সে সুযোগ দেওয়া হয়।’

‘এ কাজ নিরাপদে সম্পন্ন করার জন্য চুক্তিতে আসা উচিত। আইসিআরসি জোর করে জিম্মিদের কাছে পৌঁছাতে পারবে না এবং আমরা তাদের অবস্থানও জানি না।’

এর আগে পৃথকভাবে দুই জিম্মির মুক্তিতে সহায়তা করেছে আইসিআরসি। তাদের দাবি, জিম্মিদের মুক্তিবিষয়ক আলোচনায় সংস্থাটি অংশগ্রহণ করে না। 

তবে সংস্থাটি বলছে, ‘একটি নিরপেক্ষ মানবিক মধ্যস্থতাকারী হিসেবে ভবিষ্যতে আমরা সংঘাতের যেকোনো পক্ষের সম্মত হওয়া যেকোনো মুক্তিতে সহায়তা করতে প্রস্তুত রয়েছি।’

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে