হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পরমাণু আলোচনার জন্য প্রস্তুত ইরান: রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি বলেছেন, পারমাণবিক কার্যক্রম নিয়ে বৈশ্বিক নেতাদের সঙ্গে আলোচনার জন্য সব সময় প্রস্তুত ছিল ইরান। এখনো প্রস্তুত। তবে এ আলোচনা হতে হবে পশ্চিমা দেশগুলোর দিক থেকে কোনো ‘চাপ’ ছাড়াই। 

গতকাল শনিবার এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। রাইসি বলেন, ‘আমাদের এজেন্ডায় আলোচনা রয়েছে। আমরাও লক্ষ্যে পৌঁছাতে আলোচনা চাই। কিন্তু এমন চাপে পড়ে নয়।’ 

জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এ আলোচনা থেমে ছিল। কিন্তু এর পর আলোচনা চালিয়ে যেতে দেশটিকে আহ্বান জানায় ফ্রান্স ও জার্মানি। কিন্তু গত মাসে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা জানিয়েছে, ইরান ইউরেনিয়াম ধাতু পরিশুদ্ধকরণ বাড়িয়েছে। এর পর থেকেই উদ্বেগ প্রকাশ করছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। 

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, ইরান সব সময় বলে আসছে, তাদের পারমাণবিক পদক্ষেপ শান্তির পথেই আছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া বক্তব্যে রাইসি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চাপ সৃষ্টি করে আলোচনা করতে চায়। এটা কেমন আলোচনা?’ 

রাইসি বলেছেন, ইরানের দিক থেকে আলোচনার অন্যতম লক্ষ্য হচ্ছে নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসা। আমাদের এজেন্ডায় এটি আছে। আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আলোচনা করতে চাই, যাতে ইরানের জনগণের ওপর চেপে বসা অন্যায্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, যাতে তাদের জীবন বিকশিত হতে পারে।

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের