নেতানিয়াহুর প্রোস্টেট অপারেশন, পেছাল দুর্নীতির মামলার বিচার কার্যক্রম

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭: ২২
সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু স্বাস্থ্য সমস্যা ভুগছেন ৭৫ বছর বয়সী নেতানিয়াহু। ছবি: এএফপি

গত বুধবার স্বাস্থ্য পরীক্ষায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূত্রনালির সংক্রমণ ধরা পড়ে। ওষুধে কাজ না হওয়ায় যেতে হলো অপারেশনের টেবিলে। নেতানিয়াহুর মুখপাত্র জানিয়েছে, গতকাল রোববার তাঁর প্রোস্টেট অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভালো আছেন তিনি।

আজ সোমবার আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নেতানিয়াহু বিশ্রামে থাকায় অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী বিচারমন্ত্রী ইয়ারি লেভিন।

নেতানিয়াহুর অফিস জানিয়েছে, জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে তাঁর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি পুরোপুরি সচেতন রয়েছেন। একটি ভূগর্ভস্থ সুরক্ষিত কক্ষে রাখা হয়েছে তাঁকে।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু স্বাস্থ্য সমস্যা ভুগছেন ৭৫ বছর বয়সী নেতানিয়াহু। এ বছরের শুরুতে তাঁর হার্নিয়ার অপারেশন হয়। এর আগে গত বছর পেসমেকার বসিয়েছিলেন নেতানিয়াহু।

এদিকে অপারেশনের কারণে সাময়িক বিরতিতে আছে তাঁর দুর্নীতি মামলার বিচার কার্যক্রম। এই মামলার ফলাফল তাঁর রাজনৈতিক জীবনকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে পারে। তাঁর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এই সপ্তাহের নির্ধারিত তিন দিনের সাক্ষ্যগ্রহণ স্থগিত করেছেন আদালত।

আইনজীবী আমিত হাদাদ জানান, অপারেশনের জন্য নেতানিয়াহুকে অচেতন করা হবে এবং তিনি কয়েক দিনের জন্য হাসপাতালে থাকবেন।

২০১৭ সালে ঘুষ, জালিয়াতি এবং আস্থা ভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করে ইসরায়েলের পুলিশ। এরপর ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রায় ৫ বছর পর গত ১০ ডিসেম্বর এ মামলায় প্রথমবারের মতো আদালতে হাজিরা দেন নেতানিয়াহু। আদালত থেকে জানানো হয়, নেতানিয়াহুকে প্রতি সপ্তাহে তিন দিন আদালতে সাক্ষ্য দিতে হবে।

নেতানিয়াহুর বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এক মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি তাঁর ধনকুবের বন্ধুদের কাছ থেকে উপহার নিয়েছেন এবং তাঁদের পক্ষে ইতিবাচক সংবাদ প্রচারের বিনিময়ে মিডিয়া টাইকুনদের বিশেষ সুবিধা দিয়েছেন। আরেকটি মামলার বিবরণে উল্লেখ করা হয়, নেতানিয়াহু ও তাঁর স্ত্রী হলিউডের প্রযোজক ও ব্যবসায়ী আর্নন মিলচানের কাছ থেকে প্রায় দুই লাখ মার্কিন ডলারের চুরুট, শ্যাম্পেন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়েছেন।

তবে নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, এগুলো তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’।

ভিসা ও ইকামার ফি বাড়াল সৌদি আরব

ফেব্রুয়ারিতে যৌথ মহড়া দেবে পাকিস্তান ও সৌদি আরবের নৌবাহিনী

পাঠ্যবইয়ে পরিবর্তনের প্রস্তাবে সিরিয়াজুড়ে বিতর্ক

সিরিয়ার উত্তরাঞ্চলে ঘাঁটি নির্মাণ করছে মার্কিন নেতৃত্বাধীন বিদ্রোহীরা