হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হজের নিয়ম ভাঙলে ১৫ লাখ টাকা জরিমানাসহ কঠোর শাস্তি, জানাল সৌদি আরব 

অনলাইন ডেস্ক

সৌদি আরবে হজের নিয়ম ভাঙলে গুনতে প্রায় ১৫ লাখ টাকা সমপরিমাণ জরিমানা। এমনটাই জানিয়েছে, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছে, সৌদি আরবের বাসিন্দা এবং পর্যটকেরা যদি প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজের কার্যক্রম পালন করেন তবে তাদের বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ জরিমানা গুনতে হবে। একই সঙ্গে কারাদণ্ডও ভোগ করতে হবে। 

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের হজ মৌসুমে প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো সৌদি নাগরিক বা দেশটিতে বসবাসকারী কোনো ব্যক্তি এবং পর্যটকেরা যদি হজ কার্যক্রমে অংশগ্রহণ করেন তবে তাদের ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৬৩ হাজার টাকারও বেশি। 

সৌদি আরবের জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্টের সহায়তায় সৌদি আরবের হজ কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। মূলত, হজ ব্যবস্থাপনা মসৃণ করতে এবং নিয়মকানুনকে কঠোরভাবে প্রয়োগ করার লক্ষ্যেই এই জরিমানা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজ পালন অবৈধ এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। এ ছাড়া, যথাযথ অনুমতি ছাড়া যারা হজযাত্রীদের সৌদি আরবে আনলে যারা আনবে তাদেরও ৫০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে। 

একই সঙ্গে, তৎসংশ্লিষ্ট আইন লঙ্ঘনের জন্য দোষী প্রমাণিত হলে প্রবাসীদের ৬ মাসের কারাদণ্ড হবে এবং এরপর সৌদি আরব থেকে বহিষ্কার দেওয়া হবে। এ ছাড়া পরবর্তী ১০ বছর তারা কোনোভাবেই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। এমনকি আইনভঙ্গকারীদের গণমাধ্যমের সাহায্যে জনসাধারণের মাঝে অপমানিত করা হবে।

মহানবীকে অবমাননার দায়ে ইরানে পপ গায়কের মৃত্যুদণ্ড

ভাইয়ের স্বপ্নপূরণে ডাক্তার হতে চায় ১০ বছরের আমর

লবণাক্ত পানি বিশুদ্ধকরণে শীর্ষে সৌদি আরব, বছরে পরিশোধন ৪২ লাখ ঘনমিটার

গাজা থেকে মুক্তি পেলেন যে ৩ ইসরায়েলি জিম্মি

ইসরায়েলি কারাগারের অন্ধকার ছেড়ে পরিবারের কাছে রাজনীতিবিদসহ ৯০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা: বিদেশে চিকিৎসা ছাড়া গতি নেই তাদের

১৫ মাস পর গাজাবাসীর ভয়হীন, আনন্দময় বিষাদের রাত

যুদ্ধবিরতি কার্যকর: ধ্বংসস্তূপে পরিণত নিজ গৃহে ফিরছে গাজাবাসী

৯০ ফিলিস্তিনির বিনিময়ে ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

সেকশন