হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর সফরে হামাস নেতা হানিয়া

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য আজ বুধবার মিসরে পৌঁছেছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। সেখানে গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছানো এবং বন্দী মুক্তির বিষয়ে আলোচনা হবে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে।

ইসমাইল হানিয়ার এই প্রকাশ্য কূটনীতির তাৎপর্য প্রসঙ্গে বলা হয়েছে, তার হস্তক্ষেপে পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। এর আগে গত নভেম্বরের শুরুতে শেষবার তিনি মিসর সফর করেছিলেন। এরপরই ঘোষিত হয় এক সপ্তাহের যুদ্ধবিরতি—যাতে ১০০ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল।

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে একটি সূত্র জানিয়েছে যে, বৈঠকে উপস্থিত কূটনীতিকরা আলোচনা করেছেন যে, গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে কারা নতুন যুদ্ধবিরতিতে মুক্তি পাবে এবং বিনিময়ে ইসরায়েল কোন বন্দীদের মুক্তি দিতে পারে।

জিম্মিদের মধ্যে সকল নারী এবং অসুস্থ পুরুষদের মুক্তি দেওয়ার জন্য এরই মধ্যে জোর দিয়েছে ইসরায়েল। সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিরা মুক্তি পাওয়ার তালিকায় থাকতে পারে। আলোচনাকে ফলপ্রসূ বলে বর্ণনা করে সূত্রটি বলেছে যে, কয়েক দিনের মধ্যে একটি অগ্রগতি দেখা যেতে পারে।

তবে যুদ্ধবিরতির ব্যাপারে হামাস ও ইসরায়েলের মাঝে এখনো মতের বিশাল পার্থক্য রয়ে গেছে। হামাস বলছে, তারা সাময়িক যুদ্ধবিরতি নয় বরং, যুদ্ধের স্থায়ী অবসান চায়। অন্যদিকে, হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধের সমাপ্তি টানার ব্যাপারে কোনোভাবেই আগ্রহী নয় ইসরায়েল।

ফিলিস্তিনের এক কর্মকর্তা বলেছেন যে, ইসরায়েল কী প্রস্তাব দিয়েছে তা জানতে কায়রো এসেছিলেন ইসমাইল হানিয়া। এত তাড়াতাড়ি কোনো প্রত্যাশার কথা বলা যাবে না।

অন্যদিকে, একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা সরকারি অবস্থানের পুনরাবৃত্তি করেছেন যে, কেবলমাত্র সমস্ত জিম্মির মুক্তি এবং হামাসের ধ্বংসের মাধ্যমেই যুদ্ধ শেষ হতে পারে।

গাজায় নির্বিচারে গণহত্যা চালানো ইসরায়েলের ওপর সহিংসতা বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও গত সপ্তাহে গাজায় ইসরায়েলি বোমা হামলা কমানোর আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় ইসরায়েলি হামলাকে ‘নির্বিচার বোমা হামলা’ বলে অভিহিত করেছেন।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন