Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের টাকায় বোয়িংয়ের কাছ থেকে ২৫টি যুদ্ধবিমান কিনছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টাকায় বোয়িংয়ের কাছ থেকে ২৫টি যুদ্ধবিমান কিনছে ইসরায়েল
ইসরায়েলের আকাশে একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: ইউএস এয়ারফোর্স

মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। ২০৩১ সাল থেকে বোয়িং এই বিমানগুলো ইসরায়েলকে সরবরাহ করা শুরু করবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, তারা বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি পরবর্তী প্রজন্মের এফ-১৫ যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ৫২০ কোটি ডলারের এই চুক্তিটি যুক্তরাষ্ট্র প্রশাসন ও কংগ্রেসের অনুমোদিত একটি বৃহৎ সহায়তা প্যাকেজের অংশ। যা এ বছরের শুরুর দিকে অনুমোদিত হয়েছিল।

এই যুদ্ধবিমানগুলো বিদ্যমান ইসরায়েলি অস্ত্রের সঙ্গে একীভূত উন্নত অস্ত্রব্যবস্থা, দীর্ঘ পাল্লা ও ব্যাপক পণ্যবহন ক্ষমতা দিয়ে সজ্জিত থাকবে। ইসরায়েলি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সুবিধাগুলো ইসরায়েলি বিমানবাহিনীকে মধ্যপ্রাচ্যের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সহায়ক হবে।’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বোয়িং এই এফ-১৫ বিমান সরবরাহ শুরু করবে ২০৩১ সালে এবং প্রতি বছর ৪-৬টি বিমান সরবরাহ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক এয়াল জামির বলেন, ‘এই এফ-১৫ স্কোয়াড্রনটি, এ বছর কেনা তৃতীয় এফ-৩৫ স্কোয়াড্রনের পাশাপাশি, আমাদের বিমান শক্তি ও কৌশলগত পরিসরের একটি ঐতিহাসিক সম্প্রসারণ নির্দেশ করছে।’

২১ বছর ইসরায়েলি কারাগারে, মুক্তির এক সপ্তাহ পর ছাদ থেকে পড়ে মৃত্যু ফিলিস্তিনির

৬২০ ফিলিস্তিনিকে মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আলোচনা নয়: হামাস

২০ বছর পর পশ্চিম তীরে ইসরায়েলি ট্যাংক, আরেক গাজার আশঙ্কা

গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

হামাস জিম্মিদের ছাড়লেও ৬ শতাধিক ফিলিস্তিনির মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু

রমজানে মসজিদে লাইভ ও ভিডিও করা নিষিদ্ধ করল সৌদি আরব

ইরাকের তেলে নজর ট্রাম্পের, নিষেধাজ্ঞার হুমকি

গাজায় আরও দুই জিম্মিকে হস্তান্তর, পশ্চিম তীরে ২ শিশুর লাশ ফেলল ইসরায়েল

টাকা চুরির সন্দেহে বকাঝকা, বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

ইসরায়েলি জিম্মিদের মরদেহ নিয়ে কোনো ভুল থাকলে তদন্ত করবে হামাস