হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের টাকায় বোয়িংয়ের কাছ থেকে ২৫টি যুদ্ধবিমান কিনছে ইসরায়েল

ইসরায়েলের আকাশে একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: ইউএস এয়ারফোর্স

মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। ২০৩১ সাল থেকে বোয়িং এই বিমানগুলো ইসরায়েলকে সরবরাহ করা শুরু করবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, তারা বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি পরবর্তী প্রজন্মের এফ-১৫ যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ৫২০ কোটি ডলারের এই চুক্তিটি যুক্তরাষ্ট্র প্রশাসন ও কংগ্রেসের অনুমোদিত একটি বৃহৎ সহায়তা প্যাকেজের অংশ। যা এ বছরের শুরুর দিকে অনুমোদিত হয়েছিল।

এই যুদ্ধবিমানগুলো বিদ্যমান ইসরায়েলি অস্ত্রের সঙ্গে একীভূত উন্নত অস্ত্রব্যবস্থা, দীর্ঘ পাল্লা ও ব্যাপক পণ্যবহন ক্ষমতা দিয়ে সজ্জিত থাকবে। ইসরায়েলি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সুবিধাগুলো ইসরায়েলি বিমানবাহিনীকে মধ্যপ্রাচ্যের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সহায়ক হবে।’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বোয়িং এই এফ-১৫ বিমান সরবরাহ শুরু করবে ২০৩১ সালে এবং প্রতি বছর ৪-৬টি বিমান সরবরাহ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক এয়াল জামির বলেন, ‘এই এফ-১৫ স্কোয়াড্রনটি, এ বছর কেনা তৃতীয় এফ-৩৫ স্কোয়াড্রনের পাশাপাশি, আমাদের বিমান শক্তি ও কৌশলগত পরিসরের একটি ঐতিহাসিক সম্প্রসারণ নির্দেশ করছে।’

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন