হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের ওপর সামরিক চাপ আরও বাড়ানোর অঙ্গীকার নেতানিয়াহুর

গাজায় জিম্মিদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের ওপর সামরিক চাপ বাড়াবে ইসরায়েল। আজ রোববার এ অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।

ইহুদিদের পাসওভারের ছুটির প্রাক্কালে এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা হামাসের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়াব। কারণ, এটিই আমাদের জিম্মিদের মুক্ত করার একমাত্র উপায়।’

হামাসের প্রতি আক্রমণের মাত্রা বাড়ানো এবং ভয়াবহ আঘাত হানার হুমকিও দিয়েছেন নেতানিয়াহু। তবে আক্রমণের সময় ও ধরন সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ সত্ত্বেও নেতানিয়াহু বারবার রাফাহে স্থল আক্রমণ শুরুর কথা বলে আসছেন। দক্ষিণ গাজার শহরটিতে এখন পর্যন্ত ইসরায়েলি আক্রমণ থেকে রক্ষা পাওয়া প্রায় ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের দায়ে পশ্চিম তীরে পরিচালিত ইসরায়েলের সামরিক ইউনিট নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে খবর এসেছে গণমাধ্যমে। সে সম্পর্কেও কথা বলেছেন নেতানিয়াহু। ওয়াশিংটনের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘যদি কেউ মনে করে যে তারা আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, তবে আমি আমার সমস্ত শক্তি দিয়ে তার বিরুদ্ধে লড়াই করব।’

নেতানিয়াহুর মন্তব্যগুলো এসেছে এমন সময়ে যখন অ্যাক্সিওস নিউজ সাইট জানিয়েছে, ওয়াশিংটন পশ্চিম তীরে পরিচালিত ইসরায়েলের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা কোনো নিষেধাজ্ঞা সম্পর্কে অবগত নয়। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়ন একটি সক্রিয় যুদ্ধ ইউনিট—যা আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে, ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে গাজা ও পশ্চিম তীরে কমপক্ষে ৩৪ হাজার ৯৭ জন নিহত হয়েছেন। গাজায় আহতের সংখ্যা কমপক্ষে ৭৬ হাজার ৯৮০। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা অন্তত ৪৮।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন