হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২০২৬ সালে সৌদি আরবে চলবে বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি

বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি নিয়ে কাজ করা ব্রাজিলভিত্তিক সংস্থা ‘ইভিই এয়ার মোবিলিটি’র সঙ্গে একটি চুক্তি করেছে সৌদি আরবের মধ্যবিত্তের বিমান সংস্থা হিসেবে পরিচিত ‘ফ্লাইনাস’। এই চুক্তির উদ্দেশ্য হলো, সৌদি আরবে বৈদ্যুতিক গাড়ির টেক-অফ এবং ল্যান্ডিং অপারেশনের সম্ভাব্যতা যাচাই করা।

আজ শুক্রবার সৌদি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যাশা অনুযায়ী ২০২৬ সালের মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং বন্দরনগরী জেদ্দার আকাশে উড়ন্ত ট্যাক্সির চলাচল শুরু হবে। এই লক্ষ্য সামনে রেখে ইভিই এয়ার মোবিলিটির সঙ্গে অনুষ্ঠিত চুক্তির বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন ফ্লাইনাস-এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক বন্দর আলমোহান্না। তিনি উল্লেখ করেছেন, এই অংশীদারত্ব ২০৬০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন থামাতে জাতীয় লক্ষ্য অর্জনে উভয় সংস্থার প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দেবে। 

এদিকে টেকসই বিমানভ্রমণের জন্য নিজেদের দৃষ্টিভঙ্গিকে ভাগাভাগি করার একটি মাইলফলক হিসেবে এই চুক্তিকে চিহ্নিত করেছেন ইভিই এয়ার মোবিলিটির সিইও জোহান বোর্ডিস। তিনি বলেন, ‘আমরা সৌদি আরবে বিমানের গতিশীলতার ভবিষ্যৎকে এগিয়ে নিতে ফ্লাইনাসের সঙ্গে যুগান্তকারী যাত্রা শুরু করার জন্য উন্মুখ।’ 

চুক্তিটির লক্ষ্য হলো, বৈদ্যুতিক ফ্লাইটের জন্য স্থানীয় ইকোসিস্টেম প্রতিষ্ঠা ও শক্তিশালী করার মাধ্যমে সৌদি আরবের বিমানশিল্পকে উন্নত করা। এই চুক্তি সৌদি আরবের ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে অবদান রাখবে। 

ফ্লাইনাস ও ইভিই এয়ার মোবিলিটি যৌথভাবে বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি চালু করে সৌদি আরবের শহরগুলোতে গণপরিবহনের ক্ষেত্রে একটি নতুন বিকল্প অফার করবে। এ দুটি কোম্পানি বৈদ্যুতিক বিমান চলাচলের ভবিষ্যৎ গঠন করার পাশাপাশি এই অঞ্চলে একটি দক্ষ, নিরাপদ এবং টেকসই পরিবহন সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন