হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় বেকারত্ব প্রায় ৮০ শতাংশ: জাতিসংঘ

গত অক্টোবরে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় বেকারত্ব প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে। আজ শুক্রবার জাতিসংঘের শ্রম সংস্থার বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আরও বলা হয়, ফিলিস্তিনি অঞ্চল জুড়ে গড় বেকারত্বের হার ৫০ শতাংশেরও বেশি।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্মসংস্থানের ওপর যুদ্ধের প্রভাবের চতুর্থ মূল্যায়নে বলেছে যে, গাজা উপত্যকায় বেকারত্ব ৭৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। আর পশ্চিম তীরে বেকারত্বের হার প্রায় ৩২ শতাংশ। দেশটিতে সামগ্রিক বেকারত্বের হার ৫০ দশমিক ৮ শতাংশ বলেও জানায় আইএলও।

আরব রাষ্ট্রগুলোর জন্য আইএলও-এর আঞ্চলিক পরিচালক রুবা জারাদাত বলেন, ‘যে ফিলিস্তিনিরা চাকরি খোঁজা ছেড়ে দিয়েছেন তাঁদের রাখা হয়নি এই পরিসংখ্যানে। পরিস্থিতি অনেক খারাপ।’

গাজায় ইসরায়েলের স্থল ও বিমান হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৫০০ জনেরও বেশি নিহত এবং অন্তত ৮৩ হাজার ৩০৯ মানুষ আহত হয়েছেন। হতাহতের অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধের আগেও গাজার প্রায় ২৩ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেকই দারিদ্র্যসীমার নিচে বাস করত।

রুবা জারাদাত বলেন, ‘এই উচ্চ বেকারত্বের হার দিয়ে কল্পনা করুন, মানুষ নিজেদের এবং তাদের পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে সক্ষম হবে না। এটি তাদের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলছে। তাদের হাতে অর্থ থাকলেও সেখানের বিপর্যয়কর পরিস্থিতিতে চিকিৎসা পাওয়ার জন্য নেই কোনো হাসপাতাল।’

আইএলওর প্রকাশিত তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের ভূখণ্ডে জিডিপি কমেছে প্রায় ৩৩ শতাংশ। এর মধ্যে গাজা উপত্যকায় ৮৩ দশমিক ৫ এবং পশ্চিম তীরে ২২ দশমিক ৭ শতাংশ কমেছে।

রুবা জারাদাত বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে, বিশেষ করে পশ্চিম তীরে, আয় হ্রাস অনেক পরিবারকে গুরুতর দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন