অনলাইন ডেস্ক
অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে আজ রোববার আবারও অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শুক্রবার মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদে অভিযান চালিয়ে কয়েক শ মানুষকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ।
ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজ রোববার ভোরে ইহুদিরা তাঁদের প্রার্থনালয়ে গেলে ফিলিস্তিনিরা পাথর ছুড়ে মারে এবং আগুন ধরিয়ে দেয়।
পরে পুলিশ এসে ফিলিস্তিনিদের মসজিদের বাইরে থেকে সরিয়ে দেয়। তবে এ সময় কিছু ফিলিস্তিনি মসজিদের ভেতরে আটকা পড়েন। ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
ফিলিস্তিনি রেডক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত ১০ জনের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার আল-আকসা মসজিদে অভিযান চালিয়ে তিন শতাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়। পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে, ২০ বছরের মধ্যে আল-আকসা মসজিদে এটি সবচেয়ে বড় গণগ্রেপ্তারের ঘটনা।