হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

উৎসবহীন যিশুর জন্মদিনে ফিলিস্তিনিদের জন্য উপহার আনেনি কোনো সান্তা

প্রতিবছর বড়দিন এলে যিশুখ্রিষ্টের জন্মস্থান বেথলেহেম আলোয় সেজে ওঠে। পর্যটকে ছেয়ে যায় সেখানকার হোটেলগুলো। কিন্তু এবার ছিল ব্যতিক্রম। কোনো উদ্‌যাপন হয়নি বেথলেহেমে। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরে ২ হাজারের বেশি বছর আগে জন্ম নিয়েছিলেন যিশু। সেখানে সাড়ম্বরে বড়দিন পালন স্বাভাবিক বিষয় হলেও এবার তা হয়নি। এমনকি সেখানে দেখা যায়নি কোনো সান্তা, নেই ক্রিসমাস ট্রি পর্যন্ত। সান্তা ক্লজের লজেন্স কিংবা মিষ্টি বিতরণও পড়েনি চোখে। 

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ছিল গতকাল, ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে সারা বিশ্বে খ্রিষ্টধর্মাবলম্বীরা মেতেছিল ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবে। কিন্তু যিশুর জন্মস্থানে ছিল কেবল যুদ্ধের শোক। ইসরায়েলের বর্বর হামলায় গাজায় নিহত হাজার হাজার শিশুর স্মরণে গির্জার ভেতরে ধ্বংসস্তূপের আদল তৈরি করা হয়েছে। সেখানে রাখা হয়েছে শিশু যিশুর প্রতিকৃতি। 

বেথলেহেমের ইভানজেলিকাল লুথেরান ক্রিসমাস গির্জার যাজক রেভারেন্ড ড. মুনথার ইসহাক আল-জাজিরাকে বলেন, ‘এ বছর বেথলেহেমে বড়দিন পালন করা হচ্ছে না। এর পেছনে যৌক্তিক কারণ রয়েছে। গাজায় যখন গণহত্যা চলছে, তখন বড়দিন উদ্‌যাপন করা অসম্ভব।’ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বেথলেহেমে এবার বড়দিন উদ্‌যাপন করা হবে না, তা আগেই ঘোষণা করেছিলেন স্থানীয় নেতারা। 

গাজায় ৮০ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধে উপত্যকাটির প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের গাজায় এবার যুদ্ধ শুরুর পর এর আঁচ এসে পড়েছে পশ্চিম তীরেও। 

গত ৭ অক্টোবরের পর থেকে বেথলেহেম ও পশ্চিম তীরের ফিলিস্তিনের অন্যান্য শহরে বাসিন্দাদের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল। অধিকৃত এই ভূখণ্ড এবার যুদ্ধ শুরুর পর বেশ প্রাণহানিও দেখেছে। ইসরায়েলি হামলায় অন্তত ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে পশ্চিম তীরে। যুদ্ধ শুরুর পর পশ্চিম তীর থেকে ৪ হাজার ৭০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। 

বেথলেহেমের নিকটবর্তী গ্রাম আল শাওয়াওরার বাসিন্দা আলি সাবেত। তিনি সিএনএনকে বলেন, ‘আমার ছেলে আমাকে জিজ্ঞেস করেছে, কেন এবার কোনো ক্রিসমাস ট্রি নেই। আমি জানি না, ওকে আমি কী জবাব দেব।’ যিশুর জন্মস্থানে যুদ্ধের প্রভাবটাও সামান্য নয়। বেথলেহেমের অর্থনীতি মূলত পুণ্যার্থী ও পর্যটকের ওপর নির্ভরশীল। কিন্তু এবার সেখানে নেই পর্যটক পর্যন্ত। 

বেথলেহেমের দোকানি রানি তাবাস। তিন প্রজন্ম ধরে তাঁদের এই ব্যবসা। দোকানের বাইরেই দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমরা কখনো এমন বড়দিন দেখেনি। তিন মাস ধরে আমাদের কোনো বিক্রি নেই। তবু আমি আশা হারাতে চাই না।’

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন