হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হজের মধ্যে থাকবে তীব্র গরম, সতর্ক করল সৌদি আরব 

অনলাইন ডেস্ক

চলতি হজ মৌসুমে তীব্র তাপমাত্রা বিরাজ করতে পারে সতর্ক করেছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে হজ যাত্রীদের সতর্ক করেছে তাঁরা। আজ মঙ্গলবার সৌদি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল আলি বলেছেন, উচ্চ তাপমাত্রা এ বছরের হজ মৌসুমে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। হজ যাত্রীদের গরম থেকে সুরক্ষিত থাকতে তিনি মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। গরমের ক্লান্তি এড়াতে ছাতা ব্যবহার, বেশি বেশি পানি পান ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আব্দুল-আলি আরও বলেন, ‘সরকার জলবায়ু পরিস্থিতি বিবেচনা করে হজ যাত্রীদের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ প্রদানের জন্য সর্বাত্মক চেষ্টা করছে।’ সৌদি আরবের আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল যে, হজের সময় মক্কার তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পাশাপাশি সম্ভাবনা রয়েছে গরম থেকে তীব্র গরম ও সামান্য বৃষ্টির।

এ বছর মক্কা ও এর আশপাশের পবিত্র স্থানের মধ্যে স্বাভাবিক ট্রাফিক নিশ্চিত করার জন্য প্রথমবারের মতো দেশটিতে একটি মোবাইল কন্ট্রোল ও মনিটরিং সেন্টার চালু করা হয়েছে, যা প্রধান সড়কের সঙ্গে সেন্সর দিয়ে যুক্ত থাকবে। গরমে যানজট নিরসন ও যাত্রীদের নিরাপদ চলাচলে এটি ভূমিকা রাখবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।

উল্লেখ্য, মুসলিম বিশ্বে হজ অন্যতম অবশ্য পালনীয় ফরজ ইবাদত, যা প্রতি আরবি বছরের জিলহজ মাসে পবিত্র শহর মক্কায় অবস্থিত কাবাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। এ সময় সারা বিশ্ব থেকে লাখো মানুষ সৌদি আরবের মক্কায় সমবেত হন। মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, গত শনিবার পর্যন্ত ১৩ লাখ নিবন্ধিত হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

৯০ ফিলিস্তিনির বিনিময়ে ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের, গাজায় ১০ জনকে হত্যা করল ইসরায়েল

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

জিম্মি তালিকা নিয়ে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায়

গাজার রাফাহ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

সেকশন