হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের ‘অনন্য উদার’ প্রস্তাব হামাস গ্রহণ করবে বলে আশাবাদী ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ সোমবার বলেছেন, জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের গাজায় আক্রমণ বন্ধ করার ‘অনন্য উদার’ প্রস্তাবটি হামাস গ্রহণ করবে বলে তিনি আশাবাদী। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে রয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে তিনি বলেন, ‘হামাসের সামনে ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া অনন্য উদার একটি প্রস্তাব রয়েছে। তাদের (হামাসকে) সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমি আশাবাদী যে তারা সঠিক সিদ্ধান্ত নেবে।’

এদিকে, হামাসের পক্ষে ইসরায়েলের প্রস্তাব গ্রহণ করার সম্ভাবনা দেখা দিয়েছে। হামাসের এক জ্যেষ্ঠ নেতা গতকাল রোববার জানিয়েছেন, ইসরায়েল প্রস্তাবিত যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময়ের বিষয়টির সঙ্গে হামাসের উল্লেখযোগ্য কোনো বিরোধ নেই। নাম প্রকাশ না করার শর্তে হামাসের ওই নেতা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছিলেন।

হামাসের ওই নেতা বলেছেন, ‘ইসরায়েল আর নতুন কোনো বাধা তৈরি না করলে বলা যায়, (যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময়ের আলোচনার বিষয়ে) পরিবেশ এখনো ইতিবাচক। এই বিষয়ে হামাস যেসব পর্যবেক্ষণ ও অনুসন্ধানী প্রশ্ন জমা দিয়েছিল, সে বিষয়ে (ইসরায়েলের দেওয়া প্রস্তাবে) উল্লেখযোগ্য কোনো বড় বিরোধ নেই।’

এদিকে রাফাহে ইসরায়েলের সামরিক অভিযান শুরু করার আগেই একটি চুক্তিতে আসার জন্য ইসরায়েল ও হামাসের ওপর চাপ বাড়ছে। অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসন এড়াতে জিম্মি প্রত্যাবর্তনের বিষয়ে চুক্তির বিষয়ে সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আজ বিভিন্ন পক্ষ মিসরের রাজধানী কায়রোতে বৈঠকে বসবে আশা করা হচ্ছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে তৎপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল গতকাল পর্যন্ত হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে, প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি ভূখণ্ডে কমপক্ষে ৩৪ হাজার ৪৫৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন