অনলাইন ডেস্ক
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না করতে ইসরায়েলকে সতর্ক করছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে উদ্ধৃত করে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা তাস।
হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ ও হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহসহ অন্য শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইরান ১ অক্টোবর একযোগে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়ে। এর পর থেকেই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
রুশ বার্তা সংস্থা তাসকে রিয়াবকভ বলেছেন, ‘(ইরানি) পারমাণবিক স্থাপনা এবং অবকাঠামোতে হামলার বিষয়ে আমরা ইসরায়েলকে বারবার সতর্ক করে দিয়েছি এবং এখনো করছি। তারা যেন এমনটি কল্পনাও না করে।’
তিনি আরও বলেন, ‘হামলা হলে পরিস্থিতি আরও বিপর্যয়কর হবে এবং পারমাণবিক নিরাপত্তা নীতির সম্পূর্ণ লঙ্ঘন হবে।’
টাইমস অব ইসরায়েল বলছে, মস্কো কী আকারে ইসরায়েলকে এমন বার্তা দিয়েছে তা স্পষ্ট নয়।
এদিকে ইরানের পরমাণু শক্তি সংস্থা দাবি করেছে, ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার সম্ভাবনা ‘অত্যন্ত কম’ এবং দেশটি যেকোনো সম্ভাব্য ক্ষতি ‘দ্রুত পুষিয়ে’ নিতে পারবে।
গতকাল বুধবার (১৬ অক্টোবর) সংস্থাটির মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, ‘এটি ঘটার সম্ভাবনা খুবই কম। কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণের ঘটনা ঘটলে, নিশ্চিত থাকুন, এটি সফল হবে না। আর যদি তারা (ইসরায়েল) এমন কোনো বোকামি করে, তাহলে তারা আমাদের কোনো গুরুতর ক্ষতি করতে পারবে না এবং যদি ধরেও নেওয়া হয় যে তারা কিছু ক্ষতি করতে পারে, তবে তেহরান দ্রুত তা পুষিয়ে নিতে সক্ষম হবে।’
ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় পাল্টা অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে একটি সূত্র এমনটি জানিয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন, পাল্টা আক্রমণ শুধু সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকবে, জ্বালানি বা পারমাণবিক স্থাপনায় নয়।