ঢাকা: ফিলিস্তিনকে ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ দেবে ইসরায়েল। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে।
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনের কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। সেই অনুযায়ী দেশটিকে ১০ লাখ ফাইজার-বায়োএনটেকের টিকার ডোজ দেওয়া হবে। তবে খুব দ্রুত ব্যবহার করতে হবে ডোজগুলো, কারণ আর কিছুদিন পরেই এগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে পড়বে।’
বিবৃতিতে বেনেট আরও জানিয়েছেন, ফিলিস্তিনকে যে পরিমাণ টিকা দেওয়া হবে সেই পরিমাণ ভ্যাকসিন ফাইজারের কাছ থেকে আবারও পাবে ইসরায়েল। জানা গেছে, চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ইসরায়েলে আসবে ফাইজারের ওই টিকাগুলো।
ইসরায়েলের ৫০ লাখ ১০ হাজার মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার ৫৫ শতাংশ, করোনা টিকার দুই ডোজই নিয়েছেন। বাকিদের প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের দুই অংশ-গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন ২ লাখ ৬০ হাজার মানুষ।