হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লবণাক্ত পানি বিশুদ্ধকরণে শীর্ষে সৌদি আরব, বছরে পরিশোধন ৪২ লাখ ঘনমিটার

অনলাইন ডেস্ক    

সৌদি আরবের অন্যতম একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট। ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বে লবণাক্ত পানি বিশুদ্ধকরণকারী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে সৌদি আরব। দেশটির মোট বার্ষিক পানি বিশুদ্ধকরণের ক্ষমতা ৪১ দশমিক ৯ লাখ ঘনমিটার। সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় বিষয়টি দাবি করেছে। পানি বিশুদ্ধকরণের এই সক্ষমতার মাধ্যমে সৌদি আরব অন্যান্য দেশকে অনেক পেছনে ফেলেছে।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় পানি সরবরাহ পাইপলাইন নেটওয়ার্কের মালিক। এই পাইপলাইনের দৈর্ঘ্য ১৪ হাজার ২১০ কিলোমিটার। প্রতিদিন এই পাইপলাইন ১ কোটি ৯৪ লাখ ২০ হাজার ঘনমিটার পানি পরিবহন করতে পারে। সৌদি কর্তৃপক্ষের দাবি, এটি এক অসাধারণ অর্জন। সরকারের ‘পানি কৌশল’ নামে পরিচিত নীতিমালার সফল বাস্তবায়নের মাধ্যমে এটি সম্ভব হয়েছে।

এ ছাড়া, পানি পরিশোধন, বিশুদ্ধকরণ, সংরক্ষণ এবং সরবরাহের ক্ষেত্রে সৌদি আরব বেশ কয়েকটি গিনেস রেকর্ড অর্জন করেছে। এর মধ্যে একটি হলো—বিশ্বের সবচেয়ে বড় সুপেয় পানি সংরক্ষণ নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক দৈনিক ৮৯ লাখ ঘনমিটার ধারণ ও পরিবহন করতে পারে। বিশ্বের বৃহত্তম পানি সংরক্ষণ সুবিধাও রিয়াদে অবস্থিত। এটির দৈনিক পানি সংরক্ষণ ক্ষমতা ৪৭ দশমিক ৯ লাখ ঘনমিটার।

বিশ্বের সবচেয়ে বড় একক পানি উৎপাদন স্থাপনার মালিকও সৌদি আরব। এই স্থাপনা প্রতিদিন ২৯ দশমিক ৯ লাখ ঘনমিটার পানি উৎপাদন করে। এ ছাড়া, বিশ্বের সবচেয়ে বড় পানি সংরক্ষণ ট্যাংকও সৌদি আরবে রাজধানী রিয়াদে অবস্থিত, যার ধারণক্ষমতা ৩০ লাখ ঘনমিটার।

লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্রযুক্তির ক্ষেত্রেও সৌদি আরবের অবস্থান শীর্ষে। শুয়াইবা অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় তাপীয় বাষ্পীকরণ ইউনিট স্থাপন করা হয়েছে, যা দৈনিক ৯২ হাজার ঘনমিটার পানি উৎপাদন করে। এ ছাড়া, সৌদি আরবের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় চলমান লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট, যা প্রতিদিন ৫০ হাজার ঘনমিটার পানি বিশুদ্ধ করতে পারে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, সৌদি আরবের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলো বিশ্বের মধ্যে সবচেয়ে কম বিদ্যুৎ খরচ করে। প্রতি ঘনমিটার পানি বিশুদ্ধ করতে মাত্র ২ দশমিক ২৭১ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ প্রয়োজন হয়। এই কম বিদ্যুৎ খরচ প্রযুক্তিগত দক্ষতার একটি বড় উদাহরণ এবং পরিবেশগত দিক থেকেও অত্যন্ত ইতিবাচক।

সৌদি আরবের এই অর্জনগুলো শুধু দেশের পানি চাহিদা মেটানোর ক্ষেত্রে নয়, বরং বৈশ্বিক পর্যায়ে একটি উদাহরণ স্থাপন করেছে, যেখানে প্রযুক্তি ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কীভাবে সীমিত প্রাকৃতিক সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করা যায় তা দেখানো হয়েছে।

মহানবীকে অবমাননার দায়ে ইরানে পপ গায়কের মৃত্যুদণ্ড

ভাইয়ের স্বপ্নপূরণে ডাক্তার হতে চায় ১০ বছরের আমর

গাজা থেকে মুক্তি পেলেন যে ৩ ইসরায়েলি জিম্মি

ইসরায়েলি কারাগারের অন্ধকার ছেড়ে পরিবারের কাছে রাজনীতিবিদসহ ৯০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা: বিদেশে চিকিৎসা ছাড়া গতি নেই তাদের

১৫ মাস পর গাজাবাসীর ভয়হীন, আনন্দময় বিষাদের রাত

যুদ্ধবিরতি কার্যকর: ধ্বংসস্তূপে পরিণত নিজ গৃহে ফিরছে গাজাবাসী

৯০ ফিলিস্তিনির বিনিময়ে ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

সেকশন