হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনের গৃহযুদ্ধে নিহত ও পঙ্গু হয়েছে অন্তত ১০ হাজার শিশু

ইয়েমেনের গৃহযুদ্ধে বিগত দুই মাসে অন্তত ৪৭ শিশু মারা গেছে এবং পঙ্গু হয়েছে। ২০১৫ সালের পর থেকে বর্তমান পর্যন্ত অন্তত ১০ হাজারেরও বেশি শিশু নিহত ও পঙ্গুত্বের শিকার হয়েছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। আজ শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউনিসেফ জানিয়েছে, এই শিশুরাই গৃহযুদ্ধের ‘প্রথম’ শিকার’ এবং ‘সবচেয়ে বেশি ভুগছে’। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট মধ্যপ্রাচ্যের দরিদ্রতম এই দেশে বিমান হামলা চালানোর পর থেকে অন্তত ১০ হাজার শিশু নিহত ও ভয়াবহভাবে আহত হয়েছে। 

ইয়েমেনে ইউনিসেফের প্রতিনিধি ফিলিপ ডুয়ামেল এক বিবৃতিতে বলেছেন, ‘চলতি বছরের প্রথম দুই মাসে ইয়েমেনের বিভিন্ন স্থানে ৪৭ শিশু নিহত ও পঙ্গু হয়েছে বলে জানা গেছে। এবং প্রায় সাত বছর আগে ইয়েমেনে সংঘাত শুরুর পর থেকে জাতিসংঘের প্রাপ্ত তথ্য থেকে দেখা গেছে প্রায় ১০ হাজার ২০০-এর বেশি শিশু নিহত ও আহত হয়েছে। প্রকৃত সংখ্যা সম্ভবত অনেক বেশি।’ 

ডুয়ামেল আরও বলেছেন, ‘সহিংসতা, দুর্দশা ও শোক ইয়েমেনের লাখ লাখ শিশু ও তাদের পরিবারের গুরুতর পরিণতিসহ সাধারণ বিষয় হয়ে উঠেছে। এখনই উপযুক্ত সময় একটি টেকসই রাজনৈতিক সমাধানে পৌঁছানোর। সাধারণ মানুষ ও তাদের সন্তানদের শেষ পর্যন্ত শান্তিতে বসবাস করতে দেওয়ার জন্য এটি খুবই প্রয়োজনীয়।’ 

ইরানসমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটসমর্থিত সরকারি বাহিনীর মধ্যে ইয়েমেন যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ পরিণতি হিসেবে মারা গেছে কয়েক হাজার মানুষ। 

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন