হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫ সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় সাংবাদিকের মৃত্যু হয়েছে। এবার এ তালিকায় যুক্ত হলো ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আল—কুদস আল—ইয়ৌম টেলিভিশন চ্যানেলের পাঁচ সাংবাদিকের নাম। আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আল-আওদা হাসপাতালের কাছে এ হামলা চালানো হয়।

নিহতরা হলেন—ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান ও আয়মান আল-জাদি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, বড় লাল অক্ষরে ‘প্রেস’ লেখা একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে রয়টার্স জানায়, ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা দল।

আল জাজিরার প্রতিবেদক আনাস আল-শরিফ জানান, নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহ করছিলেন আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকেরা। সে সময় তাঁদের ব্রডকাস্টিং ভ্যানে হামলা চালায় ইসরায়েল।

আনাস আল-শরিফ আরও বলেন, ওই পাঁচ সাংবাদিক তাদের স্থানীয় স্যাটেলাইট সম্প্রচার ভ্যানের ভিতরে বসে ছিল। ভ্যানটি আল-আওদা হাসপাতালের বাইরে পার্ক করে রাখা হয়েছিল। মধ্যরাতের পর ড্রোনের মাধ্যমে তাদের গাড়িতে মিসাইল হামলা চালানো হয়। তাদের দেহগুলো গাড়ি থেকে বের করতে ২০ মিনিট সময় লেগেছিল। মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাড়িটিতে ইসলামী জিহাদ গোষ্ঠীর সদস্যরা ছিল।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, গাজায় মাত্র ১০ দিনের মধ্যে অন্তত ১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে।

চলতি মাসের শুরুতে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে গাজায় সাংবাদিকদের ওপর সরাসরি হামলার ঘটনা বেড়েছে। অন্তত ৩৫ জন সাংবাদিককে দায়িত্বপালনের সময় ইসরায়েলি বাহিনী টার্গেট করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আরএসএফ মহাপরিচালক থিবো ব্রুটিন বলেন, ‘২০২৪ সালে গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠেছে। এখানে সাংবাদিকতা পেশা হুমকির মুখে পড়েছে।’

অন্যদিকে, গাজার জায়তুন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন