হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে ইরানের ‘গুপ্তচর’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের বাড়িতে কাজ করা এক ব্যক্তির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে দেশটির সরকার। ইসরায়েল সরকার বলছে, ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন ওমরি গোরেন নামের ওই ব্যক্তি। গত বৃহস্পতিবার ইসরায়েল সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। তিনি মূলত গান্তজের বাড়ি পরিষ্কারের কাজ করতেন। গুপ্তচরবৃত্তির জন্য ওমরি ইরানের ওই ব্যক্তির কাছে সাত হাজার ডলার চেয়েছিলেন।

শিন বেত জানায়, ওমরি গোরেন গান্তজের বাড়ি থেকে ছবি তুলে ইরানের ওই ব্যক্তিকে দিয়েছেন। ইরানের ওই ব্যক্তি তাঁকে গান্তজের কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করার প্রস্তাবও দেয়।    

 ওমরি গোরেন নামের অভিযুক্ত ওই গৃহকর্মীকে এ মাসের শুরুর দিকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ আনা হয়েছে।

 ওমরি গোরেনের আইনজীবী গাল উলফ জানিয়েছেন, তাঁর মক্কেল টাকার জন্য কাজগুলো করেছেন। তাঁর উদ্দেশ্য ছিল টাকা হাতিয়ে নিয়ে ইরানের ওই লোককে ফাঁকি দেওয়া। রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো ক্ষতি হোক সেটি তিনি চাননি।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন