Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা থেকে ৫ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলি বাহিনীর 

অনলাইন ডেস্ক

গাজা থেকে ৫ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলি বাহিনীর 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা গাজা থেকে অন্তত ৫ জন জিম্মির মরদেহ উদ্ধার করেছে। হামাস গত বছরের ৭ অক্টোবর তাদের সবাইকে হত্যা করেছিল বলে দাবি করেছে আইডিএফ। পরে তাদের মরদেহ গাজায় নেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আইডিএফ দাবি করেছে, গতকাল বুধবার ওই পাঁচজনের মরদেহ দক্ষিণ গাজার একটি অঞ্চল থেকে উদ্ধার করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর একটি টহল দল গতকাল তাদের মরদেহ উদ্ধার করে। আইডিএফ তাদের নাম-পরিচয়ও নিশ্চিত করেছে। 

নিহতদের মধ্যে দুজন আইডিএফের সদস্য। ওই পাঁচজন হলেন—রাভিদ কাটজ (৫১), মায়া গোরেন (৫৬), ওরেন গোলডিন, (৩৩), সার্জেন্ট কিরিল ব্রডস্কি (১৯), স্টাফ সার্জেন্ট তোমার ইয়াকভ আহিমাস (২০)। আইডিএফ অনেক আগেই এই পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেছিল। তবে গতকাল বুধবার পর্যন্ত ওই পাঁচজনের মরদেহ হামাসের দখলে ছিল। 

আজ বৃহস্পতিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল বুধবার গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সেনা, আইডিএফের ৯৮ তম ডিভিশনের স্পেশাল ফোর্সের সদস্য ও সেনা গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের একটি যৌথ দল ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করে। 
 
বিবৃতি অনুসারে, শিন বেতের সদস্যরা গাজা থেকে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ওপর নির্ভর করে খান ইউনিসের ওই অঞ্চলে তল্লাশি চালায় এবং ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

ইরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প, তেহরান বলছে পাইনি

সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুগামীরা, লড়াইয়ে বহু হতাহতের আশঙ্কা

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র