হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসকে সমর্থন দিন: আরব লিগকে জর্ডানের সাবেক মন্ত্রী

ইসলামি প্রতিরোধ আন্দোলনকে (হামাস) ফিলিস্তিনি জনগণের সংগ্রামের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন জর্ডানের সাবেক তথ্যমন্ত্রী তাহের আল-আদওয়ান। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে আরব লিগের প্রতি এ আহ্বান জানান তিনি।

সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, আল-আদওয়ান পোস্টে বলেন, গাজা ও ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে যদি আসন্ন আরব লিগ শীর্ষ সম্মেলন এবং সমগ্র পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁদের ‘অশুভ’ জোট আল-কাসাম ব্রিগেডকে (হামাসের সশস্ত্র বাহিনী) যে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে তা আরবদের অস্বীকার করতে হবে। 

তিনি আরও বলেন, সম্মেলনে অবশ্যই হামাস গোষ্ঠীকে প্রতিরোধ আন্দোলনের দল এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। 

পোস্টে আল-আদওয়ান আরও বলেন, ‘গাজার প্রতিরোধ যুদ্ধকে স্বীকৃতি ও সমর্থন দিন, ইসরায়েলি দখলদারির অধীনে নিপীড়িত ভাতৃসম আরব ফিলিস্তিনি জনগণের এটি প্রাপ্য। যদি ইরান বা অন্য কোনো দেশ যাদের আরব দেশগুলোর ওপর খবরদারি করার উচ্চাভিলাষ রয়েছে তাদের (হামাস) সঙ্গে সমন্বয় করে থাকে তাহলে তাদের জবাবদিহির আওতায় আনুন।’

আল-আদওয়ান জোর দিয়ে বলেন, ‘পশ্চিম থেকে পূর্বে সব আরবের উচিত অন্তত তাঁদের সরকারকে আল-কাসামের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার জন্য চাপ দেওয়া।’ ফিলিস্তিনিদের জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আল-কাসামের প্রতিরোধকে সমর্থন করতে বলেন তিনি। 

আরব নেতাদের গত ৭৫ বছরের দখলদারির অবসান ঘটাতে যারা জীবন দিয়েছেন তাঁদের পক্ষাবলম্বন করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের সঙ্গে যে অন্যায় হচ্ছে তা বিশ্বের কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়।’

গতকাল বৃহস্পতিবার আরবের পররাষ্ট্রমন্ত্রীরা রিয়াদে আরব লিগের জরুরি সম্মেলনের আগে একটি প্রস্তুতি সভার আয়োজন করেন। গাজায় ইসরায়েলি বোমা হামলা ও অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন বন্ধের উপায় নিয়ে আলোচনার জন্য জরুরি এ সম্মেলন ডাকা হয়েছে।

এ সম্মেলনে যুদ্ধবিরতির দাবি ও ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় রাজনৈতিক সমর্থন প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন