Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে দাতব্য প্রতিষ্ঠানের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে ৮৫ জন নিহত

অনলাইন ডেস্ক

ইয়েমেনে দাতব্য প্রতিষ্ঠানের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে ৮৫ জন নিহত

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানায় একটি দাতব্য প্রতিষ্ঠানের অর্থ বিতরণ অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ৮৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির হুতি কর্মকর্তারা বলেছেন, গত এক দশকের মধ্যে এত মারাত্মক পদদলিত হওয়ার ঘটনা আর ঘটেনি। পবিত্র ঈদুল ফিতরের মাত্র দুই দিন আগে এ দুর্ঘটনা সত্যিই দুঃখজনক।

হুতির একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী সানার বাব আল-ইয়েমেনে এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৩৩২ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

হুতি নিয়ন্ত্রিত সানার এএফপি সংবাদদাতা জানিয়েছেন, একটি স্কুলের ভেতরে এ ঘটনা ঘটেছে। সেখানে ত্রাণ বিতরণ করা হচ্ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শত শত দরিদ্র মানুষ ওই স্কুলে ত্রাণ গ্রহণের জন্য গিয়েছিল। 

হুতি বিদ্রোহীদের টেলিভিশন আল মাসিরাহ একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে। সেখানে দেখা গেছে, ধাক্কাধাক্কির কারণে অনেক মানুষ মাটিতে পড়ে গেছে। তাদের ওপর দিয়েই অনেক মানুষ ত্রাণ নেওয়ার চেষ্টা করছে। ত্রাণ বিতরণকর্মীরা এবং সামরিক পোশাকধারী সশস্ত্র যোদ্ধারা চিৎকার করে ত্রাণগ্রহীতাদের সরে যেতে বলছেন। 

হুতির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাঁরা ত্রাণ বিতরণ করছিলেন, তাদের মধ্যে ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। 

বিবৃতিতে মৃতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে, ‘কিছু ব্যবসায়ী অপরিকল্পিতভাবে অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে কিছু মানুষ মারা গেছে।’ 

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হুতির রাজনৈতিক প্রধান মাহদি আল-মাশাত। 

উল্লেখ্য, আট বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘ বলেছে, দেশটিতে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয় চলছে। 

২০১৪ সালে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সানা দখল করে নিলে দেশটির সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরু হয়। পরের বছর ইয়েমেন সরকারকে সমর্থন দেয় সৌদি আরব। 

ইয়েমেনে দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে ২ কোটি ১৭ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। এ ছাড়া ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকার সরকারি কর্মচারীরা বছরের পর বছর ধরে বেতন পাচ্ছেন না বলেও জানিয়েছে জাতিসংঘ।

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর