হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৩৩৯ দিন: হতাহত ১ লাখ ৩৬ হাজার

অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ৩৩৯ দিন ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার হামলায় হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৬ হাজারে। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয় গত বছরের ৭ অক্টোবর। সেদিন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি সীমান্ত পেরিয়ে দেশটির অভ্যন্তরে হামলা চালায়। এতে ১ হাজার ১৫০ জনের মতো নিহত হয়। এ সময় গোষ্ঠীটি ২৫০ জনের মতো ইসরায়েলিকে জিম্মি করে আনে। এর প্রতিক্রিয়ায় সেদিনই ইসরায়েল গাজায় হামলা চালায়, যা এখনো চলছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৯৮৮ জন নিহত হয়েছে, যার বেশির ভাগই শিশু ও নারী। এ ছাড়া এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৯৪ হাজার ৮২৫ জন। সব মিলিয়ে হতাহতের সংখ্যা প্রায় ১ লাখ ৩৬ হাজার। 

এদিকে, জাতিসংঘের অঙ্গ সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, গাজায় জরুরি ভিত্তিতে ২২ লাখ মানুষের জন্য খাদ্যসহায়তা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সংস্থাটি বলেছে, ‘গাজায় যুদ্ধের ১১ মাস চলছে এবং এখনো এখানকার ২২ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সহায়তা প্রয়োজন।’ 

টুইটে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আরও বলেছেন, ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নিরবচ্ছিন্ন চেষ্টার পরও বারবার স্থানীয়দের সরে যাওয়ার আদেশ দেওয়ার কারণে সহায়তা দেওয়ার বিষয়টি বাধাগ্রস্ত হচ্ছে এবং মানুষের প্রয়োজন ক্রমেই বেড়ে চলেছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন।’

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন