অনলাইন ডেস্ক
অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ৩৩৯ দিন ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার হামলায় হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৬ হাজারে। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয় গত বছরের ৭ অক্টোবর। সেদিন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি সীমান্ত পেরিয়ে দেশটির অভ্যন্তরে হামলা চালায়। এতে ১ হাজার ১৫০ জনের মতো নিহত হয়। এ সময় গোষ্ঠীটি ২৫০ জনের মতো ইসরায়েলিকে জিম্মি করে আনে। এর প্রতিক্রিয়ায় সেদিনই ইসরায়েল গাজায় হামলা চালায়, যা এখনো চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৯৮৮ জন নিহত হয়েছে, যার বেশির ভাগই শিশু ও নারী। এ ছাড়া এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৯৪ হাজার ৮২৫ জন। সব মিলিয়ে হতাহতের সংখ্যা প্রায় ১ লাখ ৩৬ হাজার।
এদিকে, জাতিসংঘের অঙ্গ সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, গাজায় জরুরি ভিত্তিতে ২২ লাখ মানুষের জন্য খাদ্যসহায়তা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সংস্থাটি বলেছে, ‘গাজায় যুদ্ধের ১১ মাস চলছে এবং এখনো এখানকার ২২ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সহায়তা প্রয়োজন।’
টুইটে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আরও বলেছেন, ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নিরবচ্ছিন্ন চেষ্টার পরও বারবার স্থানীয়দের সরে যাওয়ার আদেশ দেওয়ার কারণে সহায়তা দেওয়ার বিষয়টি বাধাগ্রস্ত হচ্ছে এবং মানুষের প্রয়োজন ক্রমেই বেড়ে চলেছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন।’