Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৬০ বিদ্রোহী নিহত

অনলাইন ডেস্ক

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৬০ বিদ্রোহী নিহত

ইয়েমেনের পূর্বাঞ্চলের মারিব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ১৬০ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। আজ শনিবার সৌদি জোটের এক বিবৃতিতে এমনটি জানানো হয়।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির পক্ষ থেকে বলা হয়, আমরা গত ২৪ ঘণ্টায় ৩২টি হামলা চালিয়েছি। এতে হুতিদের ১১টি সামরিক যানও ধ্বংস হয়েছে এবং ১৬০ বিদ্রোহী নিহত হয়েছেন।

তবে নিহতদের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি।

বিবৃতিতে সৌদি জোটের পক্ষ থেকে আরও বলা হয়, গত সোমবার থেকে এ পর্যন্ত মারিবে বিমান হামলায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সাত শতাধিক বিদ্রোহীর মৃত্যু হয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের মারিবে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।

২০১৫ সালের শুরুর দিকে হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার

অন্তর্বর্তী সরকার পরিচালনায় সাংবিধানিক ঘোষণাপত্র তৈরি করছে সিরিয়া

গাজায় রমজান: ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল

গাজায় আরও ৫০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের সায়

তুরস্কে ৪০ বছর লড়াইয়ের পর পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণা

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

ইসরায়েলকে ৩ বিলিয়ন ডলারের বুলডোজার ও গোলাবারুদ দিল যুক্তরাষ্ট্র

গাজা নিয়ে চলচ্চিত্রে হামাস কর্মকর্তার ছেলে, প্রত্যাহার করে দুঃখপ্রকাশ বিবিসির