ইয়েমেনের পূর্বাঞ্চলের মারিব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ১৬০ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। আজ শনিবার সৌদি জোটের এক বিবৃতিতে এমনটি জানানো হয়।
সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির পক্ষ থেকে বলা হয়, আমরা গত ২৪ ঘণ্টায় ৩২টি হামলা চালিয়েছি। এতে হুতিদের ১১টি সামরিক যানও ধ্বংস হয়েছে এবং ১৬০ বিদ্রোহী নিহত হয়েছেন।
তবে নিহতদের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি।
বিবৃতিতে সৌদি জোটের পক্ষ থেকে আরও বলা হয়, গত সোমবার থেকে এ পর্যন্ত মারিবে বিমান হামলায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সাত শতাধিক বিদ্রোহীর মৃত্যু হয়েছে।
জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের মারিবে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।
২০১৫ সালের শুরুর দিকে হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।