Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপন করল সৌদি আরব

অনলাইন ডেস্ক

বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপন করল সৌদি আরব

বিশ্বে প্রথমবারের মতো রোবোটিক উপায়ে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হলো সৌদি আরবে। দেশটির কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে (কেএফএসএইচআরসি) হৃদ্‌রোগে আক্রান্ত ১৬ বছরের এক কিশোরের শরীরে এই প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। সৌদি কার্ডিয়াক সার্জন ডা. ফেরাস খলিল আড়াই ঘণ্টার ওই অস্ত্রোপচারটির নেতৃত্ব দিয়েছেন। 

শুক্রবার আল-অ্যারাবিয়া জানিয়েছে, রোগীর বুকে কোনো ধরনের ছিদ্র না করেই ওই হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই এই অস্ত্রোপচার নিয়ে সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অঙ্গ প্রতিস্থাপনের রোবোটিক অস্ত্রোপচারের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র কেএফএসএইচআরসি। একটি বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, রোবোটিক হার্ট সার্জারিতে ন্যূনতম কাটা-ছেঁড়ার মাধ্যমে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই পদ্ধতিতে ওপেন-হার্ট সার্জারির তুলনায় রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং সম্ভাব্য জটিলতাগুলোও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। 

এর আগে গত বছরও কেএফএসএইচআরসিতে নন-অ্যালকোহলিক লিভার সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমাতে ভোগা ৬৬ বছর বয়সী এক ব্যক্তির ওপর বিশ্বের প্রথমবারের মতো সম্পূর্ণ রোবোটিক উপায়ে লিভার ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে এ রকম আরও চারটি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার করা রোগীদের সবাই ছিলেন সৌদি আরবের নাগরিক। 

সেই সময়টিতে আল-আরাবিয়াতে কেএফএসএইচআরসি-এর অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. ডিটার ব্রোয়ারিং বলেছিলন—বিশেষায়িত এই হাসপাতাল অঙ্গ প্রতিস্থাপনের জন্য বিশ্ব মানচিত্রে সৌদি আরবকে তুলে ধরতে চার দশক ধরে কাজ করছে। 

তিনি আরও বলেছিলেন, রোবোটিক ট্রান্সপ্লান্ট স্বাস্থ্যসেবায় একটি নতুন যুগের প্রতিশ্রুতি দেয়। এর মাধ্যমে নির্ভুল এবং ন্যূনতম কাটা-ছেঁড়া করে অঙ্গ প্রতিস্থাপন নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে।

ট্রাম্পের সহায়তায় গাজা দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: অর্থমন্ত্রী

২১ বছর ইসরায়েলি কারাগারে, মুক্তির এক সপ্তাহ পর ছাদ থেকে পড়ে মৃত্যু ফিলিস্তিনির

৬২০ ফিলিস্তিনিকে মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আলোচনা নয়: হামাস

২০ বছর পর পশ্চিম তীরে ইসরায়েলি ট্যাংক, আরেক গাজার আশঙ্কা

গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

হামাস জিম্মিদের ছাড়লেও ৬ শতাধিক ফিলিস্তিনির মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু

রমজানে মসজিদে লাইভ ও ভিডিও করা নিষিদ্ধ করল সৌদি আরব

ইরাকের তেলে নজর ট্রাম্পের, নিষেধাজ্ঞার হুমকি

গাজায় আরও দুই জিম্মিকে হস্তান্তর, পশ্চিম তীরে ২ শিশুর লাশ ফেলল ইসরায়েল

টাকা চুরির সন্দেহে বকাঝকা, বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ