
গাজার রাফায় ইসরায়েলকে অবিলম্বে অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এই নির্দেশ জারি করেন জাতিসংঘের শীর্ষ এই আদালত। কিন্তু রায় ঘোষণা কিছুক্ষণের মধ্যেই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত শাবউরা ক্যাম্পে হামলা চালিয়ে জবাব দিয়ে ইসরায়েলি বাহিনী।
বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তের কয়েক মিনিট পরই ইসরায়েলি যুদ্ধবিমান রাফাহ শহরের কেন্দ্রস্থলে শাবউরা ক্যাম্পে টানা হামলা চালাতে শুরু করে।
হামলাস্থলের কাছাকাছি কুয়েত হাসপাতালের একজন কর্মী বিবিসিকে জানান, বোমা হামলার শব্দ ছিল ভয়ঙ্কর। ক্যাম্পের ওপর আটকে ছিল এই হামলার কালো ধোঁয়া।
কর্মীরা জানান, হামলার তীব্রতার কারণে হাসপাতালের উদ্ধারকারী দলগুলো অভিযানের স্থানে পৌঁছাতে পারছে না।
ফিলিস্তিনের গাজায় শিগরিরই অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ প্রবেশের জন্য গাজার দক্ষিণের রাফা ক্রসিং খুলে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। এসব নির্দেশ পালনের অগ্রগতি জানিয়ে ইসরায়েলকে এক মাসের মধ্যে আইসিজেতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।
জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের আদেশ মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে সদস্য দেশগুলোর। তবে আদেশ প্রতিপালনে বাধ্য করার জন্য প্রয়োজনীয় জনবল নেই এই আদালতের।