Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কয়েক মিনিটের মধ্যে জাতিসংঘের নির্দেশ অমান্য করে গাজায় ইসরায়েলের হামলা

কয়েক মিনিটের মধ্যে জাতিসংঘের নির্দেশ অমান্য করে গাজায় ইসরায়েলের হামলা

গাজার রাফায় ইসরায়েলকে অবিলম্বে অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এই নির্দেশ জারি করেন জাতিসংঘের শীর্ষ এই আদালত। কিন্তু রায় ঘোষণা কিছুক্ষণের মধ্যেই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত শাবউরা ক্যাম্পে হামলা চালিয়ে জবাব দিয়ে ইসরায়েলি বাহিনী। 

বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তের কয়েক মিনিট পরই ইসরায়েলি যুদ্ধবিমান রাফাহ শহরের কেন্দ্রস্থলে শাবউরা ক্যাম্পে টানা হামলা চালাতে শুরু করে। 

হামলাস্থলের কাছাকাছি কুয়েত হাসপাতালের একজন কর্মী বিবিসিকে জানান, বোমা হামলার শব্দ ছিল ভয়ঙ্কর। ক্যাম্পের ওপর আটকে ছিল এই হামলার কালো ধোঁয়া। 

কর্মীরা জানান, হামলার তীব্রতার কারণে হাসপাতালের উদ্ধারকারী দলগুলো অভিযানের স্থানে পৌঁছাতে পারছে না। 

ফিলিস্তিনের গাজায় শিগরিরই অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ প্রবেশের জন্য গাজার দক্ষিণের রাফা ক্রসিং খুলে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। এসব নির্দেশ পালনের অগ্রগতি জানিয়ে ইসরায়েলকে এক মাসের মধ্যে আইসিজেতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। 

জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের আদেশ মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে সদস্য দেশগুলোর। তবে আদেশ প্রতিপালনে বাধ্য করার জন্য প্রয়োজনীয় জনবল নেই এই আদালতের।

৫০ শতাংশ শুল্কের মধ্যেও হঠাৎ আমেরিকায় ভারতের রপ্তানি বাড়ল

জাতিসংঘে গাজা প্রস্তাব পাস হলে ফিলিস্তিনি কর্মকর্তাদের গুপ্তহত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর

দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা

দুই বছরে ইসরায়েলি কারাগারে নির্যাতনে নিহত অন্তত ৯৮ ফিলিস্তিনি, গুমের শিকার বহু

৮ বছর পর যুক্তরাষ্ট্র সফরে সৌদি যুবরাজ, বড় চুক্তির সম্ভাবনা

মৎস্যজীবী থেকে অভিবাসী শ্রমিক—এক বছরে শত শত মানুষকে ফাঁসি দিল সৌদি আরব

স্টারলিংকের ইন্টারনেট চালু হবে এমিরেটসের বিমানগুলোতে

মদিনায় ওমরাহ যাত্রীবাহী বাসের সঙ্গে ট্যাংকারের সংঘর্ষ, ৪২ ভারতীয়সহ নিহত ৪৫

ইসরায়েল গাজা ছাড়তে বাধা দেওয়ায় চিকিৎসার অভাবে মরেছে ৯০০ ফিলিস্তিনি

বৃষ্টি, বন্যা আর শীতে কাবু গাজাবাসী, আরও ৩ জনকে হত্যা করল ইসরায়েল