Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে নেতানিয়াহু ও বিরোধীদের যুদ্ধকালীন জরুরি সরকার গঠনে ঐকমত্য

অনলাইন ডেস্ক

ইসরায়েলে নেতানিয়াহু ও বিরোধীদের যুদ্ধকালীন জরুরি সরকার গঠনে ঐকমত্য

অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে জরুরি সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে ইসরায়েলের ক্ষমতাসীন সরকারি দল ও বিরোধীরা। আজ বুধবার কয়েক ঘণ্টার দীর্ঘ আলোচনার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা বেনি গ্যান্তেজ জরুরি সরকার গঠনে রাজি হয়েছেন। 

পরে যৌথ এক বিবৃতিতে জরুরি সরকার গঠনে ঐকমত্যে পৌঁছানোর এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার। 

বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করতে সম্মত হয়েছেন। আর এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বিরোধীদলীয় নেতা গ্যান্তেজ ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত অন্তর্ভুক্ত থাকবেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা বেনি গ্যান্তেজের কয়েক দিনের আলোচনার পর জরুরি সরকার গঠনের এ সিদ্ধান্ত এসেছে। শনিবার ভোরের দিকে হামাসের আকস্মিক হামলার পর নেতানিয়াহু বিরোধী নেতা ইয়ার লাপিদ ও বেনি গ্যান্তেজকে জরুরি সরকার গঠনের জন্য প্রথম আমন্ত্রণ জানান। 

ইসরায়েলের ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান নেতানিয়াহু ও গ্যান্তেজের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা জরুরি সরকার এবং যুদ্ধ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রিসভা গঠনের বিষয়ে একমত হয়েছেন। 

সিদ্ধান্ত অনুযায়ী এখন তিন সদস্যবিশিষ্ট একটি ‘যুদ্ধ ব্যবস্থাপনা মন্ত্রিসভা’ গঠন করা হবে। এই মন্ত্রিসভায় থাকবেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান। এ ছাড়া যুদ্ধ ব্যবস্থাপনা মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত দুই কর্মকর্তা। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ন্যাশনাল ইউনিটি পার্টির পক্ষ থেকে রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভায় মোট পাঁচজন মন্ত্রী যোগ করা হবে। তাঁদের মধ্যে একজন পর্যবেক্ষক হিসেবে থাকবেন। তাঁরা হলেন বেনি গ্যান্তেজ, গিডিয়ন সা’র, গাদি আইসেনকোট এবং অন্য দুই মন্ত্রী। তাঁরা যুদ্ধের সময় দায়িত্ব পালন করবেন।

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে