Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শত্রুদের ভয়াবহ ধাক্কা দিয়েছে ইসরায়েল: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

শত্রুদের ভয়াবহ ধাক্কা দিয়েছে ইসরায়েল: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ শত্রুদের ভয়াবহ ধাক্কা দিয়েছে। গতকাল বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু এ দাবি করেন। তেহরানে হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ও লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুক্‌রির মৃত্যুর কয়েক ঘণ্টার পর তিনি এ কথা বললেন। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বলেছেন, বিগত কয়েক দিনে তাঁর দেশ শত্রুদের ভয়াবহ ধাক্কা দিয়েছে। তবে তিনি ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে কোনো কথা বলেননি। এ ছাড়া ইসরায়েলও এখনো আনুষ্ঠানিকভাবে হানিয়ার হত্যাকাণ্ডের দায় নেয়নি। 

নেতানিয়াহু বলেন, ‘তিন সপ্তাহ আগে আমরা হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দায়েফের ওপর হামলা করেছিলাম। দুই সপ্তাহ আগে আমরা হুতিদের ওপর আক্রমণ করেছি—আমাদের বিমানবাহিনীর সবচেয়ে দূরবর্তী হামলার একটি ছিল এটি। গতকাল আমরা হিজবুল্লাহর সামরিক প্রধান ফুয়াদ শুক্‌রির ওপর হামলা চালিয়েছি।’ 

এ সময় নেতানিয়াহু আরও বলেন, ‘ইসরায়েল চ্যালেঞ্জিং দিনের মুখোমুখি হচ্ছে এবং যারা আমাদের দেশের ক্ষতি করবে, তাদের সঙ্গে আমরা অবশ্যই একটি মীমাংসায় আসব। এগুলো চ্যালেঞ্জিং দিন। বৈরুত থেকে হুমকি আছে। আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। যারা আমাদের ক্ষতি করে, আমাদের শিশুদের হত্যা করে, আমাদের নাগরিকদের হত্যা করে, আমাদের জাতির ওপর আঘাত হানে, তাদের মাথাই রক্তাক্ত হয়ে গেছে।’ 

ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, ‘যুদ্ধের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে।’ গাজা যুদ্ধের অবসানে যেসব আহ্বান পেয়েছেন সেগুলোর বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘আমরা তখনো হার মানিনি, এখনো মানব না।’ 

এদিকে, তিনটি ইরানি সূত্রকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে—ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। দেশটির রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে তিনি এই নির্দেশ দিয়েছেন। 

ইরান সরকারের এক কর্মকর্তা ও দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই কর্মকর্তা জানান, গতকাল বুধবার সকালে ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের এক জরুরি বৈঠকে খামেনি এই নির্দেশ দেন। ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের অল্প কিছুক্ষণ পরেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। নিরাপত্তার স্বার্থে তাঁরা নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ