হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাস সদস্যদের ‘মৃত্যু পরোয়ানা’ জারি করলেন মোসাদপ্রধান 

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া যেসব হামাস সদস্য গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামলার সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের মৃত্যু পরোয়ানা জারি করেছেন। তিনি বলেছেন, ‘সেই সব আরব মায়েদের জেনে রাখা উচিত, যদি তাদের সন্তান ৭ অক্টোবরের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে থাকে, তবে তাদের হাতও তাদের নিজ নিজ সন্তানের রক্তে রঞ্জিত হবে।’ 

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদের সাবেক ও প্রয়াত প্রধান ইজ্ভি জামারের শোকসভায় কথা বলতে গিয়ে ডেভিড বার্নিয়া এ কথা বলেন। ইজ্ভি জামার গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন। 

মোসাদের প্রধান এমন এক সময়ে এই হুমকি দিলেন, যার মাত্র কয়েক ঘণ্টা আগেই লেবাননের রাজধানী বৈরুতে এক ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি নিহত হন। যদিও ডেভিড বার্নিয়া আরৌরির নাম উল্লেখ করেননি, তবে এটি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, তিনি তাঁকে ইঙ্গিত করেই এই হুমকি দিয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী নিজ থেকে এই হামলার দায় স্বীকার করেনি আনুষ্ঠানিকভাবে। তবে মোসাদপ্রধানের এই মন্তব্য থেকে অনেকটাই নিশ্চিত যে, এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত রয়েছে। হামাস ও লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও এই হামলার পেছনে ইসরায়েলকেই দায়ী করেছে।

ডেভিড বার্নিয়া আরও বলেছেন, ‘আজ আমরা একটা যুদ্ধের উত্তাপের মধ্যে আছি। ৫০ বছর আগেও আমরা যেমনটা ছিলাম।’ তিনি আরও বলেন, ‘মোসাদ গত ৭ অক্টোবরের ঘটনায় যারা অংশগ্রহণ করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা বার্তা বহন করেছে সেই সব খুনিকে স্রেফ সংখ্যায় পরিণত করবে।’ 

মোসাদপ্রধান বলেন, ‘এটি করতে হয়তো অনেক সময় লাগবে। যেমনটা সময় লেগেছিল মিউনিখ অলিম্পিকের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে। তবে আমাদের দীর্ঘ হাত অবশ্যই তাদের ধরে ফেলবে, তারা যেখানেই থাকুক না কেন।’

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন