হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘আল–আকসা রক্ষায় মুসলিমদের পাশে লড়বে খ্রিষ্টানরাও’

মুসলমানদের পাশাপাশি খ্রিষ্টানরাও আল–আকসা মসজিদ রক্ষায় জীবন দেবে। কোনোভাবেই এই মসজিদের নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের হাতে দেওয়া হবে না। গত শনিবার ওয়ার্ল্ড পপুলার অর্গানাইজেশন ফর জেরুজালেম জাস্টিস অ্যান্ড পিসের প্রধান ফাদার ম্যানুয়েল মুসাল্লাম এই কথা বলেছেন।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মুসাল্লাম তাঁর বক্তব্যে জেরুসালেম রক্ষার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, ‘আল-আকসা মসজিদ এবং পুরোনো জেরুসালেমের পবিত্র সমাধি ও চার্চের চারপাশে মাথা উঁচু করেই শক্তিশালী মনোভাব নিয়েই আমরা তাঁদের প্রতিহত করব। আমরা কোনোভাবেই এই পবিত্র স্থানগুলোর চাবি ইসরায়েলের কাছে হস্তান্তর করব না।’

এ সময় মুসাল্লাম সতর্ক করে দিয়ে বলেন, ‘এই মুহূর্তে নীরব থাকার মানে হলো—ভবিষ্যতে আল-আকসা মসজিদ রক্ষায় আমাদের যে অধিকার তা নষ্ট করা। এই মুহূর্তে আল–আকসা মসজিদ হলো—এই বিষয়ে পরিস্থিতি গভীরভাবে উপলব্ধি করা ও না করার মধ্যবর্তী সীমারেখা।’ 

ফিলিস্তিনের প্রবীণ এই খ্রিষ্টান নেতা বলেছেন, খ্রিষ্টানরা মুসলমানদের জন্য আল-আকসা মসজিদকে রক্ষা করবে এবং মুসলমানরা খ্রিষ্টানদের জন্য চার্চ অব হলি সেপুলচারকে রক্ষা করবে। তিনি বলেন, ‘আমরা সবাই একই জাতি ও একই সংস্কৃতির। আল-আকসা তোমাকে ডাকছে এবং ফুঁপিয়ে কাঁদছে। এর আহ্বানকে ব্যর্থ করো না।’

এই সম্পর্কিত পড়ুন:

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন