Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রমজানের শুভেচ্ছা বার্তায় গাজাবাসীর দুর্দশা স্মরণ করলেন বাইডেন

অনলাইন ডেস্ক

রমজানের শুভেচ্ছা বার্তায় গাজাবাসীর দুর্দশা স্মরণ করলেন বাইডেন

বিশ্বনেতারা মাহে রমজান উপলক্ষে গোটা মুসলিম জাহানকে শুভেচ্ছা জানিয়েছেন। বসে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি রমজানের শুভেচ্ছা বাণীতে গাজায় যুদ্ধপীড়িত ফিলিস্তিনিদের কথা স্মরণ করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

শুভেচ্ছা বার্তায় বাইডেন বলেছেন, ‘এই রমজান মাসে অসংখ্য মানুষের বারবার মনে পড়বে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কথা। আমার হৃদয়ের গভীরেও একই বেদনার সুর।’

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ‘এই মাস পবিত্রতা এবং পরিশুদ্ধির। এই বছর রমজান এক বড় সংকটের মধ্যে এসেছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ভয়ানক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যুদ্ধের কারণে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে; অনেকেই খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয়ের সংকটে রয়েছে।’

তিনি আরও বলেন, গাজায় আরও ত্রাণসহায়তা পাঠাতে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে নেতৃত্ব দিয়ে যাবে এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে অবিলম্বে কমপক্ষে ছয় সপ্তাহের টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে।

ওয়াশিংটন এ ছাড়া স্থিতিশীলতা, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবে। যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা ও সমৃদ্ধি সমানভাবে নিশ্চিত করতে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানে পৌঁছানো।

বাইডেন জোর দিয়ে বলেন, ‘এটাই দীর্ঘমেয়াদি শান্তির একমাত্র পথ।’

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার

অন্তর্বর্তী সরকার পরিচালনায় সাংবিধানিক ঘোষণাপত্র তৈরি করছে সিরিয়া

গাজায় রমজান: ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল