হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা ও মিসর সীমান্তের নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল, যুদ্ধ চলবে কয়েক মাস: নেতানিয়াহু

গাজা ও মিসর সীমান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে নির্মূল করার জন্য ইসরায়েলের অভিযান আরও বিস্তৃত হচ্ছে—এ কথা জানিয়ে তিনি বলেন, গাজা উপত্যকায় যুদ্ধ চলবে আরও কয়েক মাস। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানান হয়েছে।

গতকাল শনিবার নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, যুদ্ধ এখন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সব ফ্রন্টেই ইসরায়েলি বাহিনী লড়ছে। বিজয় অর্জন করতে সময় লাগবে। প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান যেমনটা বলেছেন, আরও বেশ কয়েক মাস ধরেই যুদ্ধ চলবে।

এ সময় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ এবং ইরানের প্রতিও হুমকি ছুড়ে দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, হিজবুল্লাহ যদি যুদ্ধের পরিধি বাড়ায় তবে তারা এমন আঘাতের সম্মুখীন হবে, যা কখনো ভাবতেও পারেনি। একই কথা ইরানের জন্যও প্রযোজ্য।

তিনি আরও বলেন, ‘ফিলাডেলফিয়া করিডর বাফার জোন, যা মিসরের সঙ্গে গাজার সীমান্ত বরাবর চলে গেছে, তা অবশ্যই ইসরায়েলের হাতে থাকতে হবে। এটি অবশ্যই বন্ধ করতে হবে। অন্য যেকোনো অবস্থায় আমরা যে নিরস্ত্রীকরণ চাই, তা নিশ্চিত হবে না।’

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার আল-বুরেজ, নুসেইরাত, মাগাজি ও খান ইউনিসে তীব্র যুদ্ধ চলছে। এসব অঞ্চলে ইসরায়েলের লাগাতার বিমান হামলার মধ্যে আহত ফিলিস্তিনিদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় বোমা হামলায় ১৬৫ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় তিন মাস ধরে চালানো এই হামলায় নিহত হয়েছে অন্তত ২১ হাজার ৬৭২ জন ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৩ লাখ মানুষ। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আহতের সংখ্যা ৫৬ হাজারের বেশি। এ ছাড়া, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হয়েছে। ইসরায়েলি এই হামলায় ভূখণ্ডটিতে দেখা দিয়েছে মানবিক সংকট।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন