হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাংলাদেশসহ ৮০ দেশের ত্রাণ সহায়তা নিয়ে গাজায় যাচ্ছে ‘রমজান কাফেলা’

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ৮০টি দেশের ১০০ ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে গাজায় যাচ্ছে ‘রমজান কাফেলা’। মিসর সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাইতুজ জাকাত ওয়া সদাকাতের তত্ত্বাবধানে মূলত ৯টি প্রধান দেশের সহায়তায় এই ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে।

বাইতুজ জাকাত ওয়া সদাকাতের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক টুইট থেকে এ তথ্য জানা গেছে। মিসরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শায়েখ আহমাদ মোহাম্মদ আহমাদ আল-তাইয়্যেব এই প্রতিষ্ঠানের প্রধান।

টুইটে বলা হয়েছে, ‘বাইতুজ জাকাত ওয়া সদাকাত পরিচালিত ‘গাজা হেল্প’ প্রচারণার আওতায় ‘আপনার অর্থ দিয়ে সংগ্রাম করুন...এবং ফিলিস্তিনকে সমর্থন করুন’ স্লোগানের মাধ্যমে বিশ্বের ৮০টি দেশ থেকে ‘রমজান কাফেলার’ জন্য সহায়তা এসেছে।’

ওই টুইটে আরও বলা হয়েছে, ‘এই প্রচারণার প্রধান দেশগুলো ছিল—ইন্দোনেশিয়া, ভারত, ইংল্যান্ড, সৌদি আরব, ফ্রান্স, চীন, বাংলাদেশ, কানাডা ও জার্মানি।’ টুইটে আরও বলা হয়, আল্লাহর নির্দেশে যতক্ষণ পর্যন্ত গাজায় জায়নবাদী ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং গাজার পুনর্গঠন শুরু না হবে ততক্ষণ এই সহায়তা চলতে থাকবে।

গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বাইতুজ জাকাত ওয়া সদাকাত জানায়, ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির পঞ্চম গাড়িবহর রওনা হয়েছে। এই গাড়িবহরে অন্তত ১০০ বড় আকারের ট্রাক আছে। যাতে ২ হাজার টন ত্রাণসহায়তা বহন করা হচ্ছে। সোমবারই ত্রাণবহরটি সিনাই উপত্যকা অতিক্রম করে মিসর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিংয়ের দিকে রওনা হয়।

এর আগেও, বাইতুজ জাকাত ওয়া সদাকাত চার দফায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে গাজায়। সর্বশেষ গাড়িবহরসহ সব মিলিয়ে গাজায় ২২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। যার পরিমাণ প্রায় ৪ হাজার টান।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন