হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যে কারণে অপরিণত ৩ শিশুকে মিসরে পাঠায়নি গাজা কর্তৃপক্ষ

নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ অপরিণত বয়সে জন্ম নেওয়া ৩১ শিশু গাজার আল-শিফা হাসপাতালের ইনকিউবেটরে ছিল। এর মধ্যে থেকে অবশেষে ২৮ জনকে রাফাহ সীমান্ত দিয়ে অ্যাম্বুলেন্সে করে মিসরে পাঠানো হয়েছে। বাকি ৩ শিশুকে আল-শিফা হাসপাতালেই রেখে দেওয়া হয়েছে। 

আজ সোমবার আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ১৫ জন মেয়ে ও ১৬ জন ছেলে নবজাতকের নাম সহ একটি নথি প্রকাশ করে। ওই নথিতে মিসরে যাওয়ার পথে শিশুদের সঙ্গে তাদের বেঁচে থাকা স্বজনদের থাকার জন্য অনুরোধ করা হয়। 

তবে ওই ৩১ শিশুর মধ্যে বেশ কয়েকজনই ইতিমধ্যে এতিম হয়ে গেছে। ফলে কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাদের মিসরে পাঠানো হয়। বাকি আরও কয়েক শিশুকে মিসরে পাঠানোর অনুমতিপত্রে স্বাক্ষর করেন তাদের বেঁচে থাকা বাবা-মা। 

এদিকে শেষ পর্যন্ত ২৮ নবজাতককে পাঠানো হলেও বাকি থেকে যায় ৩ জন। এর মধ্যে দুজনকে মিসরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি তাদের বাবা-মা। আরেকজন শিশুর বাবা-মা কিংবা কোনো স্বজনকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। উপরন্তু ওই শিশুটির বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিবাচক রিপোর্ট দিয়েছে। 

তৃতীয় শিশুর বিষয়ে গাজার অ্যামিরাতি হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ সালামা বলেন—‘গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শিশুটিকে মিসরে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ তার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। ফলে চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করার প্রয়োজন নেই।’ 

শেষ খবর পাওয়া পর্যন্ত মিসরে না পাঠানো তিন শিশুর অবস্থাই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সালামা।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন