Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রেসিডেন্টকে খুঁজে বের করতে ইরানের সব বাহিনীকে নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্টকে খুঁজে বের করতে ইরানের সব বাহিনীকে নির্দেশ

প্রেসিডেন্ট রাইসিকে খুঁজে বের করার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি দেশটির সেনাবাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সহ আইন প্রয়োগকারী অন্যান্য সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন। রোববার রাতে আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টকে বহন করা দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি খুঁজে বের করার জন্য সেনাবাহিনীর সব সরঞ্জাম এবং সক্ষমতাকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

ইরানি বার্তা সংস্থা ইরনার দেওয়া তথ্য অনুযায়ী, রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান এবং জোলফা শহরের মধ্যে ডিজমার জঙ্গলে প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। প্রতিবেশী দেশ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সীমান্তবর্তী একটি বাঁধ উদ্বোধন করে রাজধানীতে ফিরছিলেন তিনি। 

স্থানীয় বাসিন্দারা ইরনাকে জানিয়েছেন, তারা একটি বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন। এই অবস্থায় ড্রোন এবং প্রশিক্ষিত কুকুরসহ ৪০ টিরও বেশি উদ্ধারকারী দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। অনুসন্ধান অভিযানে সহায়তার জন্য কমান্ডো ইউনিট এবং বিশেষ বাহিনীও মোতায়েন করেছে ইরানের সশস্ত্র বাহিনী। 

দুর্ঘটনা কবলিত এলাকা থেকে ইরনা প্রতিবেদক জানান, ওই অঞ্চলটির রুক্ষ ভূখণ্ড এবং কঠিন আবহাওয়ার কারণে—বিশেষ করে, ঘন কুয়াশার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কিছুটা সময় লাগতে পারে। 

ইরানের ইমার্জেন্সি সার্ভিসেসের মুখপাত্র ইরনাকে জানিয়েছেন, ওই এলাকায় ৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার উদ্ধারের প্রচেষ্টা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মোতায়েন রয়েছে টেকনিশিয়ান ও চিকিৎসকদের সমন্বয়ে একটি জরুরি মেডিকেল টিমও। 

মুখপাত্র আরও জানান, প্রাথমিক অবস্থায় ঘটনাস্থলের দিকে একটি জরুরি হেলিকপ্টারও পাঠানো হয়েছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে এটি ওই এলাকায় অবতরণ করতে ব্যর্থ হয় এবং ফিরে আসে।

ট্রাম্পের সহায়তায় গাজা দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: অর্থমন্ত্রী

২১ বছর ইসরায়েলি কারাগারে, মুক্তির এক সপ্তাহ পর ছাদ থেকে পড়ে মৃত্যু ফিলিস্তিনির

৬২০ ফিলিস্তিনিকে মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আলোচনা নয়: হামাস

২০ বছর পর পশ্চিম তীরে ইসরায়েলি ট্যাংক, আরেক গাজার আশঙ্কা

গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

হামাস জিম্মিদের ছাড়লেও ৬ শতাধিক ফিলিস্তিনির মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু

রমজানে মসজিদে লাইভ ও ভিডিও করা নিষিদ্ধ করল সৌদি আরব

ইরাকের তেলে নজর ট্রাম্পের, নিষেধাজ্ঞার হুমকি

গাজায় আরও দুই জিম্মিকে হস্তান্তর, পশ্চিম তীরে ২ শিশুর লাশ ফেলল ইসরায়েল

টাকা চুরির সন্দেহে বকাঝকা, বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ