হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য সবকিছু প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরাবদুল্লাহিয়ান বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য এখন সবকিছু প্রস্তুত। আজ বুধবার তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে, তা বিরোধের সমাধানের জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

তেহরানে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে আমিরাবদুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যদি সত্যিকার অর্থে যুদ্ধবিরতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি বজায় রাখে, তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং সমস্যার সমাধানের জন্য সবকিছু প্রস্তুত।

তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর চরমপন্থী সরকার স্বাভাবিকভাবেই গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা করছে; কারণ, যুদ্ধের অবসান হলে দখল করা জমিতে রাজনৈতিক সংকট দেখা দেবে।

গত মাসে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তাদের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও নিষ্পত্তিমূলক।

তিনি বলেন, বৈধ প্রতিরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ইরানের এবং এ অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের সঙ্গে সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাবে।

ইহুদিবাদী সরকারের প্রতি ইরানের প্রতিক্রিয়া ফিলিস্তিনের বর্তমান সংকট নিরসনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন