আনুষ্ঠানিকভাবে জেরুজালেমে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বিদায় নিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় বাসভবন ছাড়লেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহু প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়ার পর তার পরিবারের এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ‘রোববার মধ্যরাতে নেতানিয়াহু ও তাঁর পরিবারের সদস্যরা বেলফোর স্ট্রিটে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়েন।’
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু কালো একটি অডি গাড়িতে করে বাসভবন ছাড়েন। ট্রাকে করে বাড়ির মালামাল সেখান থেকে স্থানান্তর করে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে নেওয়া হয়।
প্রসঙ্গত, বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ১২ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু গত কয়েক বছরে দুর্নীতিসহ নানা কারণে ইসরায়েলিদের কাছে তাঁর জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেতে থাকে। দুই বছরে মোট চারটি পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠন করতে ব্যর্থ হন তিনি। তাঁকে হটাতে জোট বেঁধে নামে বাম, ডান ও মধ্যপন্থী দলগুলো।
গত ১৪ জুন নেতানিয়াহুর দীর্ঘ এক যুগের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নাফতালি বেনেট।