হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরাফাতের ময়দানে খুতবা পাঠকারীর নাম ঘোষণা করল সৌদি আরব

অনলাইন ডেস্ক

পবিত্র হজে আরাফাতের ময়দানে খুতবা পাঠকারী নাম ঘোষণা করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। আগামী সপ্তাহের ৯ জিলহজ পবিত্র এই ময়দানে খুতবা পাঠ করবেন প্রখ্যাত ইসলামিক স্কলার ইউসুফ বিন সাঈদ। 

ইউসুফ বিন সাঈদ সৌদি আরবের সর্বোচ্চ ইসলামী কর্তৃপক্ষ সিনিয়র স্কলার কাউন্সিলের একজন সদস্য। আগামী মঙ্গলবার বিশ্ব মুসলিমদের মিলনায়তন আরাফাতে খুতবা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এ বছর হজযাত্রীদের সংখ্যা করোনার আগের অবস্থার মতো হবে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে আরাফাতের ময়দানে খুতবার জন্য অতিরিক্ত হিসেবে মাহের আল মুয়াইকলিকে রাখা হয়েছে। তিনি মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম এবং প্রচারক। 

বিন সাঈদ অল্প বয়সেই পবিত্র কোরআনের হাফেজ হন। তিনি রাজ্যের বর্তমান ও সাবেক মুফতিদেরসহ প্রখ্যাত সৌদি আলেমদের কাছে অধ্যয়ন করেছেন। রিয়াদের ফ্যাকাল্টি অব অরিজিন অব রিলিজিয়ন থেকে বিএ পাসও করেছেন। পাশাপাশি তিনি বিশ্বাস এবং আধুনিক বিশ্বাস বিভাগ থেকে এমএ ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তাঁর নামে রয়েছে ৩০টিরও বেশি বই ও গবেষণাপত্র। 

নেতৃস্থানীয় পণ্ডিত সৌদি আরবে চার বছর ধরে ইসলামবিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন পদেও অধিষ্ঠিত হন। তিনি বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধের তত্ত্বাবধান করেছেন। 

এ ছাড়া তিনি মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে শিক্ষা দিয়েছেন, যা ইসলামের দুটি পবিত্র স্থান। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মসজিদে খুতবা দিয়েছেন। 

সৌদি আরব বলেছে, বৈশ্বিক মহামারির কারণে জারি করা পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো নেওয়া হচ্ছে। এতে আসন্ন হজে অংশ নিতে বিশ্বজুড়ে হজযাত্রীদের সংখ্যার কোনো সীমাবদ্ধতা থাকবে না।

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের, গাজায় ১০ জনকে হত্যা করল ইসরায়েল

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

জিম্মি তালিকা নিয়ে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায়

গাজার রাফাহ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

সেকশন