Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি অভিযানে আরও ৩ জিম্মি নিহত: হামাস 

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েলি অভিযানে আরও ৩ জিম্মি নিহত: হামাস 

গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় আরও তিন ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন। গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে অভিযানের সময় এক মার্কিন নাগরিকসহ ওই তিনজন নিহত হন বলে জানিয়েছে হামাস। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রীয় অঞ্চলের নুসেইরাত শরণার্থীশিবিরে চারজন জিম্মিকে উদ্ধারে অভিযান চালায়। হামাসের ঘোষণা অনুসারে, সেই অভিযানেই তিন জিম্মি নিহত হন। বিষয়টি উল্লেখ করে এক ভিডিও বার্তায় আল-কাসাম ব্রিগেড ইসরায়েলিদের উদ্দেশে বলেছে, ‘গতকাল (রোববার) চার জিম্মিকে উদ্ধার করতে এসে আপনাদের সেনাবাহিনী নুসেইরাত ক্যাম্পে যে হত্যাকাণ্ড চালিয়েছে, সে সময় একই শিবিরে তারা তিন জিম্মিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও আছেন।’ 

আল-কাসাম ব্রিগেড নিহত জিম্মিদের ছবি সম্প্রচার করে দেওয়া এক ভিডিওতে বলেছে, আপনাদের (ইসরায়েলি) সরকার অন্য জিম্মিদের বাঁচাতে অনেক জিম্মিকেই হত্যা করছে। এ সময় আল-কাসাম ব্রিগেড জোর দিয়ে বলেছে, আমাদের বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত আপনাদের জিম্মিদের মুক্তি দেওয়া হবে না। সামাজিক মাধ্যমে আল-কাসাম ব্রিগেড এই ভিডিও ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে বলেছে, ‘সময় শেষ হচ্ছে’। 

এর আগে, গত শনিবার ইসরায়েলি দখলদার বাহিনী মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের কেন্দ্রস্থলে দুটি পৃথক এলাকা থেকে চার ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের ঘোষণা দেয়। সেই অভিযানে ৬৪ শিশু এবং ৫৭ জন নারী মারা গেছেন এবং ৬৯৮ জন আহত হয়েছে। 

সেই অভিযানের পর আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ভয়ংকর হত্যাকাণ্ড চালিয়ে তাদের কিছু জিম্মিকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল ঠিকই, কিন্তু একই সময়ে তারা তাদের কয়েকজন জিম্মিকেও হত্যা করেছে। সে সময় অবশ্য আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র নিহত জিম্মিদের সংখ্যা উল্লেখ করেননি।

দৈনিক চাকরি ছাড়ছে ৫৫ জন, গৃহকর্মী সংকটে কুয়েত

দুবাইয়ে পুলিশকে গালাগালি, নারীর কারাদণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়

সৌদি আরবে অসুস্থ না হয়েও ‘সিক লিভ’ নিলে জেল-জরিমানা

হামাসকে নিরস্ত্র হয়ে গাজা ছাড়তেই হবে: ট্রাম্পের দূত

সংখ্যালঘু হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি আল-শারার, কুর্দি বিদ্রোহীদের একীভূত করল সিরিয়া

নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে ইরানি প্রতিবাদকারীর আত্মহত্যা

সিরিয়ায় নতুন করে কী ঘটেছে এবং কেন

ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনায় আইএইএ-এর নজরদারি চায় কাতার

গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে পানি সংকটে পড়বে উপসাগরীয় অঞ্চল, কাতারের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা